বিনোদন

আদালতে তোলা হল রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডাকে, জামিনের আবেদন করবেন সতীশ মানশিন্ডে

সিয়ন হাসপাতালে মেডিকেল পরীক্ষার পর এসপ্ল্যানেড আদালতে নিয়ে যাওয়া হল রিয়া (Rhea Chakraborty) চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী (Shoubhik Chakraborty) ও সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে (Samuel Miranda)। সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) মামলার তদন্তে নেমে মাদকযোগ থাকার অভিযোগে গতকালই রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) ভাই শৌভিক চক্রবর্তী (Shoubhik Chakraborty) এবং সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে (Samuel Miranda) গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)।

জানা গিয়েছে সিয়ন হাসপাতালে দু’জনের কোভিড পরীক্ষাও হয়েছে। এনসিবি এখনও পর্যন্ত এই মামলায় ৭ জনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, আদালতে পৌঁছেছেন রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে (Satish Manshinde)। তিনি শৌভিকের জামিনের আবেদন করবেন।

শৌভিক ও স্যামুয়েলকে গতকাল এনডিপিএস আইন, ১৯৮৫ এর আওতায় গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আজ আদালতে পেশ করা হচ্ছে এই মাদক চক্র সঙ্গে যুক্ত মাদক পাচারকারী কায়জান ইব্রাহিমকে।

এছাড়াও গতকাল গভীর রাতে এনসিবি দপ্তরে সুশান্তের হাউজ হেল্প দীপেশ সাওয়ান্তকে নিয়ে আসা হয়। যদিও আজ সকালে এনসিবির তরফ থেকে জানানো হয়েছে যে দীপেশকে গ্রেফতার করা হয়নি। এনসিবির হয়ে সাক্ষী হচ্ছেন দীপেশ।

এর আগে দুই মাদক পাচারকারী জায়েদ ভিলাট্রা ও আবদুল বসিত পরিহারকে আগেই গ্রেফতার করেছিল এনসিবি। ৯ সেপ্টেম্বর পর্যন্ত তাদের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে পাঠিয়েছে আদালত‌ আজ মুম্বইয়ের সেশন কোর্টে এই দুই মাদক পাচারকারীর জামিনের আবেদন জানিয়েছেন।

debangon chakraborty

Related Articles

Back to top button