বিনোদন

‘নেকলেসটা রুপোর নাকি’? জিজ্ঞাসা করতেই অনুরাগীকে ‘অশিক্ষিত’ বললেন সুদীপা, তুমুল কটাক্ষ নেটবাসীর

সোশ্যাল মিডিয়ায় এখন নানান তারকাদের বেশ বুঝেশুনে কোনও পোস্ট বা কোনও পোস্টের কমেন্ট করতে হয়। একটু এদিক-ওদিক হলেই শুরু হয়ে যায় ব্যাপক ট্রোল করা। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় জি বাংলার ‘রান্নাঘর’-এর সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। কিছুদিন ধরেই তাঁকে রান্নাঘরে দেখা যাচ্ছে না।

এরই মধ্যে গতকাল, রবিবার অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে একটি ছবি পোস্ট করেন সুদীপা। এই ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, “ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার”। এই পোস্টের কমেন্ট বক্সে একটি সহজ প্রশ্ন করেন এক নেটিজেন।

এই ছবি দেখে এক মহিলা সুদীপার কাছে জানতে চান, “শাড়িটা কি ঢাকাই? নেকলেসটা কি রুপোর”? এই সহজ একটি প্রশ্নের উত্তর দিতে গিয়েই বিরাট কাণ্ড ঘটিয়ে ফেললেন সুদীপা। তিনি জবাবে লেখেন, “আমি জানি না- বাংলা ভাষাটা আজকাল এত কঠিন হয়ে যাচ্ছে- কারো কারো কাছে, যে সহজ সরল বাংলা বা সামান্য ইংরাজি ভাষা বোঝেন না। বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যে যাচ্ছি, সে তো বোঝাই যাচ্ছে। কোভিড হয়তো জয় করে নেব। কিন্তু অশিক্ষা আর কুরুচি জয় করব কীভাবে? আমি লিখেছিলাম আমি ফেক জুলেয়ারি পরি না, সেটা সোনার হোক আর রুপোর। হে ভগবান! মানুষজন খুব অশিক্ষিত হয়ে উঠেছে। একটু শান্তিতে বাঁচুন”।

এরপরই নেটিজেনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন সুদীপার উপর। নানান কটাক্ষ ধেয়ে আসতে থাকে তাঁর দিকে। কেউ লেখেন, “সেলিব্রিটি হওয়া মানে অন্যের মাথা কিনে নেওয়া নয়, সবাইকে সম্মান করতে জানতে হয়”। কেউ কেউ আবার এই কমেন্টের নীচে সুদীপাকে স্মরণ করিয়ে দেন, তিনি নিজেই ভুল Wear (Ware লিখেছিলেন সুদীপা) বানান লিখেছেন। এমনটা করে তিনি প্রমাণ করে দিলেন যে আসলে অশিক্ষিত কে!

সুদীপার এমনভাবে জবাব দেওয়া মোটেই ভালো চোখে দেখেন নি নেটিজেনরা। ওই মহিলা যিনি সুদীপাকে উক্ত প্রশ্ন করেন, তাঁর নাম রাখি ঘোষ। তাঁর পাশে দাঁড়িয়ে সুদীপাকে নানা ভাবে আক্রমণ শানিয়েছেন নেটবাসী।

একজন লিখেছেন, “আপনার এত টাকার গরম কেন? মানুষকে মানুষ বলে গণ্য করেন না”। তবে পরে আবার সাফাই দিয়ে সুদীপা বলেন যে অন্য ট্রোলারকে জবাব দিতে গিয়ে ভুলবশত রাখি ঘোষকে জবাব দিয়ে ফেলেছেন তিনি। এই জন্য রাখি ঘোষের কাছে তিনি ক্ষমাও চেয়েছেন।

রাখি ঘোষ তাঁকে ক্ষমা করেছেন কী না, সে অবশ্য এখনও জানা যায় নি। অনেকেই সুদীপাকে কমেন্ট করে লিখেছেন, “এমন বদমেজাজি, নাক-উঁচু সেলেব্রিটিকে ফলো না করাই মঙ্গল। এঁরা আসলে ভুলে যায় মানুষই এদের স্টার বানিয়েছে”। তবে অনেকেই আবার সুদীপার সুস্থতার কামনাও করেছেন।

Related Articles

Back to top button