বিনোদন

বরফ ঢাকা পাহাড়ে ছুটি কাটাতে ব্যস্ত মিমি, ‘আগে মানুষের জন্য কাজ করুন’, সাংসদ-অভিনেত্রীকে দায়িত্বের কথা মনে করালেন নেটিজেনরা

টলিউডের সবথেকে জনপ্রিয় অভিনেত্রী হলেন মিমি চক্রবর্তী। ইনস্টাগ্রামে এই মুহূর্তে টলি অভিনেত্রীদের মধ্যে তাঁর ফলোয়ার্স সংখ্যাই সবথেকে বেশি। মাঝেমধ্যেই কাজের ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। ব্যস্ত শিডিউল থেকে সময় করে প্রকৃতির কোলে সময় কাটাতে ভালবাসেন মিমি। তবে এবার এই ঘুরতে যাওয়া নিয়েই বিপাকে পড়লেন তিনি।

হিমাচল প্রদেশে ছুটি কাটাচ্ছেন মিমি চক্রবর্তী। পাহাড় থেকে নানান ছবি ও ভিডিও নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন অভিনেত্রী। কখনও নদীর ধারে, কখনও বা বরফ ঢাকা পাহাড়ে দেখা গিয়েছে তাঁকে। তাঁর শেয়ার করা নানান ছবির মধ্যে দিয়ে যেন নেটিজেনরা পাহাড়ের স্বাদ পাচ্ছেন ঘরে বসেই।

কখনও মিমি শেয়ার করলেন নদীর ধারে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য, কখনও বা তাঁকে দেখা গিয়েছে ঠাণ্ডার মধ্যে মৃদু রোদ উপভোগ করতে, আবার কখনও বা তাঁর দেখা মিলল ঘরে বসেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে। তাঁর এই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই মুহূর্তে ভাইরাল।

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি মিমি চক্রবর্তী লোকসভার একজন সাংসদও বটে। ২০১৯ সালে যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা ভোটে জিতে সাংসদ হন তিনি। সাংসদ হিসেবে তাঁর আলাদ অনেক দায়িত্ব রয়েছে। এবার সেই দায়িত্বই যেন তাঁকে স্মরণ করিয়ে দিলেন নেটিজেনদের একাংশ।

মিমির এই ঘুরতে যাওয়ার ছবি দেখে তাঁর অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিলেও কিছু মানুষ কিন্তু তাঁকে কটাক্ষ করতেও ছাড়লেন না। কেউ কেউ তাঁকে পরামর্শ দিয়েছেন, তিনি যাতে সাংসদ হিসেবে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করেন। কেউ আবার বলেছেন, ‘ঘুরতে না গিয়ে মানুষের জন্য কাজ করুন’। এমন নানান নেগেটিভ কমেন্টও করা হয়েছে মিমির ঘুরতে যাওয়ার ছবিতে।

Related Articles

Back to top button