বিনোদন

ডঃ উজান থেকে এবার গাইড ঋষিরাজ, প্রকাশ পেল শনের নতুন ধারাবাহিক ‘মন ফাগুন’ প্রথম ঝলক

কিছুদিন আগেই খবরটা প্রকাশ্যে এসেছিল। অবশেষে সামনে এল সকলের প্রিয় উজান চট্টোপাধ্যায় ওরফে শন বন্দ্যোপাধ্যায়ের নতুন ধারাবাহিকের প্রথম ঝলক। ধারাবাহিকের নাম ‘মন ফাগুন’। স্টার জলসার হাত ধরেই ফের পর্দায় ফিরছেন শন। মাঝে মাস পাঁচেকের বিরতি। ফের সকলের মন ভরাতে টেলিভিশনের পর্দায় দেখা মিলবে শনের।

‘মন ফাগুন’-এ দেখা যাবে ঋষিরাজ ও পিহুর ভালোবাসার গল্প। সূত্রের খবর অনুযায়ী, এই ধারাবাহিকে গাইডের চরিত্রে অভিনয় করছেন শন। পাহাড়ি এলাকাতেই হয়েছে প্রোমোর শুটিং। এই ধারাবাহিকের নায়িকা হলেন নবাগতা অভিনেত্রী সৃজলা।

আরও পড়ুন- মা হলেন মধুবনী, ফুটফুটে পুত্রসন্তান এল কোল আলো করে, সন্তানের নাম দিলেন ‘কেশব’ 

দেখা গিয়েছে, প্রোমো-তে নেই কোনও সংলাপ, শুধু পাহাড়ি লোকেশনে শনের হিরোসুলভ এন্ট্রি, এবং লাস্যময়ী অবতারে হিরোইন সৃজলা ধরা দিয়েছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির ‘বাতাসে গুনগুন’ গান। প্রথম প্রেমের অনুভূতি বোঝাতে এই গান ব্যবহার হয়েছে। তবে এই প্রোমো নিয়ে যে বিশেষ খুশি ভক্তরা তা বলা যাচ্ছে না। শন ভক্তরা প্রিয় নায়কের ফের ফিরে আসা নিয়ে উচ্ছ্বসিত হলেও ‘হিয়ান’ ভক্তরা বেশ অখুশি অনামিকা ওরফে হিয়ার অনুপস্থিতি ঘিরে। হুমকির সুরে অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন, ‘দেখব এই সিরিয়াল ক’দিন চলে?’, কেউ আবার প্রথম ঝলক নিয়ে অসন্তোষ প্রকাশ করে লিখেছেন, ‘কী প্রমো এটা? একটা পুরোনো সিনেমার গা দিলেই প্রমো হয়ে গেল? মাথামুন্ডু কিছুই নেই। নায়িকা আঁচল উড়িয়ে হাসলো, নায়কের কাছে গেল তারপর হাসতে হাসতে ছুটে পালালো, ব্যাস প্রমো শেষ’।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

চ্যানেল কর্তৃপক্ষ শুক্রবার এই ধারাবাহিকের ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছিল। সৃজলার এটা প্রথম ধারাবাহিক হলেও তাঁর আরও একটা পরিচয় রয়েছে। অপরাজিতা অপু খ্যাত অভিনেতা রোহন ভট্টাচার্যের প্রেমিকা সৃজলা। প্রেমিকার নতুন ইনিংস ঘিরে উচ্ছ্বসিত রোহনও। তিনি প্রোমোর কমেন্ট বক্সে লেখেন, “বাহ্‌, আমার দারুণ লাগল, তুমি আমার দিনটা সফল করে দিলে সৃজলা”। সঙ্গে জুড়ে দেন অনেকগুলি হার্টের ইমোজি।

আরও পড়ুন- তিস্তার বুকে রোমহর্ষক রিভার রাফটিং, দার্জিলিং-এ নীল ও তৃণার হানিমুন জমজমাট

তবে কবে থেকে এই ধারাবাহিক শুরু হবে, বা কোন ধারাবাহিকের জায়গা নেবে ‘মন ফাগুন’, তা এখনও জানানো হয়নি স্টার জলসা চ্যানেলের পক্ষ থেকে।

debangon chakraborty

Related Articles

Back to top button