সম্প্রতি বিতর্কে কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বলিউডের অন্যতম নামকরা কোরিওগ্রাফার টেরেন্স লুইস। বর্তমানে তিনি একটি ডান্স রিয়েলিটি শো’র বিচারক হিসাবে উপস্থিত হচ্ছেন দর্শকদের সামনে সেখানেই বলিউড অভিনেত্রী তথা ডান্সার নোরা ফাতেহি অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে নোরার নিতম্বে সজোরে থাপ্পড় মারছেন টেরেন্স। স্বাভাবিকভাবেই এই ভিডিও নিয়ে তোলপাড় পড়ে যায় এবং টেরেন্স এর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করতে থাকেন দর্শকরা।এই ঘটনায় বিশেষ করে ক্ষিপ্ত হন নোরা ফাতেহির অনুরাগীরা তবে এতদিন গোটা বিষয়টি নিয়ে চুপ থাকলেও এবার অভিনেত্রী গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন। কী বললেন নোরা?
সম্প্রতি উদ্দেশ্যপূর্ণ ভাবেই ট্রেনিং সিরিজ একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে যেখানে দেখা যাচ্ছে তিনি নোরা ফাতেহি কে কোলে করে নিয়ে আসছেন। এটাও সেই রিয়্যালিটি শো-এর মঞ্চ।
নোরা সেই পোষ্টের কমেন্টে এমন কিছু লিখেছেন যে সবার মুখ বন্ধ হয়ে গিয়েছে। নোরা লিখেছেন, “তোমাকে ধন্যবাদ জানাই টেরেন্স। এখন মিম বানানোর জন্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও বিকৃত করা হয়, আমি খুশি যে এই বিকৃত ভিডিও তোমাকে বিচলিত করতে পারেনি। তুমি নিজের ব্যক্তিত্ব টা বজায় রেখেছে এবং এই বিতর্কের সময়টা কেটে যাবে।গীতা ম্যাম আমার সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করেছেন এবং মিসরের বিচারক হয়ে আসতে পেরে আমি নিজে অত্যন্ত সম্মানিত বোধ করেছি।”
বস্তুত, সোশ্যাল মিডিয়ায় সত্যিই যা দেখা যায় তা বাস্তবে সব সময় ঘটে না কারণ এই ভাইরাল ভিডিও শুরুতে দেখা গিয়েছিল মঞ্চের উপর গীতা কাপুর, টেরেন্স এবং নোরা কারোর উদ্দেশ্যে হাতজোড় করে ঝুঁকে পড়লাম করছেন এবং যেহেতু টেরেন্স নোরার পাশে দাঁড়িয়েছিলেন তাই হাত তুলতে গিয়ে নোরার পশ্চাৎদেশে তার হাত অনিচ্ছাকৃতভাবেই লেগে যায়। ভিডিওটি স্লো মোশানে কয়েকবার দেখলেই গোটা ঘটনাটি বোঝা যাবে।এই ভিডিও থেকেই কাট করে বিভিন্ন মিম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়েন অনেকে এবং টেরেন্স এর নামে করতে থাকেন দোষারোপ। এই ঘটনাটি ঘটার সময় নোরার মুখের কোনো অভিব্যক্তি পরিবর্তন হয়নি কিন্তু ভিডিওটি দেখে নোরার অনুরাগীরা ক্ষেপে যান টেরেন্স এর প্রতি।
তাই নোরা যে গোটা ঘটনায় রীতিমত ক্ষুব্ধ ছিলেন এবং তার অত্যন্ত কাছের বন্ধু টেরেন্সের এই অপমান মেনে নিতে পারেননি তা তার বিক্ষুব্ধ কমেন্ট দেখেই স্পষ্ট। এরপর অনেকেই বলছেন যে এটাই হয়তো বলিউডে হয়। যেটা আসলে ঘটে সেটা দেখানো হয় না আবার যেটা দেখানো হয় সেটা আসলে ঘটেই না।