মা হওয়ার গুঞ্জনে তোলপাড় সোশ্যাল মিডিয়া! এরই মাঝে সাহসী হওয়ার বার্তা দিলেন নুসরত

গত শুক্রবারই প্রকাশ্যে আসে অভিনেত্রী নুসরত জাহানের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। অভিনেত্রী কী আদৌ মা হতে চলেছেন, এ নিয়ে তৈরি হয়েছে নানান বিতর্ক। অনেকের অনেক কথার মধ্যেও মুখ খোলেন নি নুসরত। নিজেকে যেন কোনও এক অদৃশ্য মায়াজালে বন্দি করে রেখেছেন নুসরত।
তবে নুসরত সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় রয়েছেন। নানান পোস্ট করে চলেছেন প্রতি মুহূর্তে। কেউ কেউ আবার নুসরতের এই নতুন ছবি দেখে বলছেন যে গর্ভবতী হওয়ার পর অভিনেত্রী নাকি আরও বেশি সুন্দরী হয়ে উঠেছেন। আবার অনেকেই এই গুঞ্জনে কান না দিয়ে, অভিনেত্রীর জবাবের জন্য অপেক্ষা করছেন। আবার অনেকের মতে, এটি স্রেফ একটি পাবলিসিটি স্টান্ট।
আরও পড়ুন- প্রশংসনীয় উদ্যোগ জি বাংলার! বিনামূল্যে এবার সকলকে টিকা দেওয়া হবে চ্যানেলের তরফে
স্বামী নিখিল জৈনের সঙ্গে বিবাহবিচ্ছেদের আগেই অভিনেতা যশ দাসগুপ্তের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা সামনে আসে। কিন্তু সেসবের দিকেও কোনও কান দেন নি নুসরত। এবার সোশ্যাল মিডিয়ায় সকলকে সাহসী হওয়ার বার্তা দিলেন স্বাধীনচেতা নুসরত। একটি ফটোশুটের ভিডিও শেয়ার করে নুসরত লেখেন, “সাহসী হও, ভয় পেও না, সুন্দর হয়ে ওঠো”।
View this post on Instagram
এই ভিডিওতে নুসরতকে দেখা গেল কালো রঙের গাউনে। এই পোশাকে যেন আরও বেশি মোহময়ী হয়ে উঠেছেন অভিনেত্রী। এটি খুব সম্ভবত এটি পুরনো ফটোশুটের ভিডিও। যদিও সে সম্বন্ধে কোনও কিছু উল্লেখ করেননি নুসরত। তবে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠার পর থেকেই একাধিক তাৎপর্যপূর্ণ পোস্ট করছেন নুসরত।