বিনোদন

‘আমি মুসলিম, যশ হিন্দু, আমাদের সন্তান ঈশান হবে ধর্মনিরপেক্ষ ভারতের প্রতীক’, ছেলের ধর্ম পরিচয় নিয়ে স্পষ্ট জবাব নুসরতের

বিজ্ঞাপন

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দেন অভিনেত্রী নুসরত জাহান। সেখানে একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, “একবার বিয়ে হলে আবার করার প্রয়োজন আছে কী”? শুধু তাই-ই নয়, এই সাক্ষাৎকারে নিজের ছেলে ঈশান জে দাশগুপ্তর ধর্ম পরিচয় নিয়েও কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এদিন যশের সঙ্গে তাঁর সম্পর্ক প্রসঙ্গে নুসরত বলেন, “আমার আর যশের আবার বিয়ে করার কোনও প্রয়োজন নেই”। অর্থাৎ নিজের এই মন্তব্যের মাধ্যমেই তিনি স্পষ্টত বুঝিয়ে দিয়েছেন যে তিনি ও যশ দাশগুপ্ত আগেই বিয়েটা সেরে ফেলেছেন।

বিজ্ঞাপন

এই সাক্ষাৎকারে নুসরতকে প্রশ্ন করা হয় যে তাদের সন্তান ঈশানকে তারা কোন ধর্মে লালন-পালন করতে চান? এর প্রেক্ষিতে নুসরতের স্পষ্ট জবাব, “এক জন ভাল মানুষ হিসেবে বড় করে তুলতে চাই ঈশানকে। আমি মুসলিম, যশ হিন্দু, আমাদের সন্তান ঈশান হবে ধর্মনিরপেক্ষ ভারতের প্রতীক”।

বিজ্ঞাপন

নুসরত স্পষ্ট জানান যে তাদের ছেলে দুই ধর্মকেই চিনবে। ‘যশরত’-এর সংসারে তাই ঠিক যে ভাবে দীপাবলি, দুর্গাপুজো পালন করা হয়, তেমন ভাবেই উদ্‌যাপিত হয় ইদ এবং বড়দিনও। ঈশানের সামনে এ ভাবেই ধর্ম নিরপেক্ষতার উদাহরণ তৈরি করতে চান তার মা-বাবা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ২৬শে আগস্ট নুসরত ও যশের ঘর আলো করে আসে তাদের ফুটফুটে পুত্র সন্তান। এখনও পর্যন্ত যদিও তাদের ছেলের ছবি প্রকাশ্যে আনেন নি যশরত। তবে নানান সাক্ষাৎকারে ছেলের গল্প করতে বেশ ভালবাসেন নুসরত।

নানান সাক্ষাৎকারেই তিনি জানান যে তিনি ও যশ কীভাবে ছেলের সঙ্গে সময় কাটান, কীভাবে তার সঙ্গে খেলায় মাতেন, কীভাবে ছোট্ট ঈশান ধীরে ধীরে বড় হয়ে উঠছে, তার বায়নাক্কা, তার দুরন্তপনা, এসব নিয়ে বর্ণনা করতে গিয়ে বেশ উত্তেজিতও হয়ে ওঠেন অভিনেত্রী।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading