অঙ্কুশকে ভীষণ মিস করছেন ঐন্দ্রিলা, দেখা-সাক্ষাৎ ছাড়া বেশ বিরহে দিন কাটছে অভিনেত্রীর

তাদের প্রেমের কথা টালিগঞ্জের অলিতে-গলিতে কান পাতলেই জানা যায়। সুদীর্ঘ ১০ বছরের সম্পর্ক তাঁদের। কিছুদিনের মধ্যেই হয়তো পরিণত পাবে এই সম্পর্ক। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে নিয়েই।
একসঙ্গে ঘুরতে যাওয়া, তাঁদের একান্ত সময়ের বিভিন্ন ছবিই প্রমাণ তাঁরা দু’জনে একে অপরের ঠিক কতটা পরিপূরক। করোনার প্রথম পর্যায়ের সময়ও ঐন্দ্রিলা ও তাঁর মা অঙ্কুশের বাড়িতেই ছিলেন। তাদের একসঙ্গে খুনসুটির নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।
আরও পড়ুন- আমির-কিরণ বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে জোর চর্চা, মুসলিম সমাজের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন কঙ্গনা রানওয়াত
কিছুইন আগেই অঙ্কুশ ও ঐন্দ্রিলা অভিনীত ‘ম্যাজিক’ নামের ছবিটি মুক্তি পায়। এটিই ছিল অঙ্কুশের সঙ্গে ঐন্দ্রিলা অনস্ক্রিন কাজ। বেশ ভালোই সাড়া পেয়েছে এই ছবি। আগামী দিনেও তারা একসঙ্গে কাজ করতে পারেন, এমন ইঙ্গিতও মিলেছে।
বর্তমানে জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’-এ সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে অঙ্কুশকে। স্বাভাবিকভাবেই তাই শুটিং নিয়ে বেশ ব্যস্ত তিনি। ঠিকমতো সময় দিতে পারছেন ন ঐন্দ্রিলাকে। এই নিয়ে বেশ মন খারাপ অভিনেত্রীর।
সম্প্রতি ঐন্দ্রিলা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন, যা নিয়ে বেশ প্রশ্ন উঠেছে নেটিজেনদের মনে। এটি একটি ফটোশুটের ভিডিও। ভিডিও-র ব্যাকগ্রাউন্ডে বাজছে একটি রবীন্দ্রসঙ্গীত, ‘মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না”।
View this post on Instagram
এই থেকেই নেটিজেনদের প্রশ্ন তাহলে কী ঐন্দ্রিলা অঙ্কুশকে খুব মিস করছেন? তাই এমন পোস্ট। তবে যাই হোক না কেন, এই ভিডিও শুটে ঐন্দ্রিলাকে কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছে। পোস্ট করার সঙ্গে সঙ্গে লাইক ও কমেন্টে ভরে গিয়েছে এই পোস্ট।
আরও পড়ুন- একেবারে চুপচাপ হয়ে গেলেন জেনেলিয়া, রিতেশের সঙ্গে ঝগড়া? প্রশ্ন নেটিজেনদের
বলে রাখি, অঙ্কুশ ও ঐন্দ্রিলা কিছুদিন আগেই একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। ঝাঁ চকচকে সেই ফ্ল্যাটের ছবিও পোস্ট করেছিলেন তারা। শোনা যাচ্ছিল, এই বছরেই বিয়ে করবেন তারা। যদিও তারা নিজেরা একথা কখনও প্রকাশ্যে আনেননি।