বিনোদন

বয়স্ক বাবাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল ছেলেরা, তারপরে তাদের বাবা যেভাবে উচিত শিক্ষা দিলেন তা দেখার মত… কী করলেন তিনি?

একটা কথা বোধহয় জগতে চিরন্তন সত্যি। মানুষ পৃথিবীতে একা আসে আর চলে যাওয়ার সময় তাকে একাই যেতে হয়। কিন্তু বৃদ্ধ বয়সে মানুষ চায় তার পরিবারের সাহচর্য লাভ করতে। তবে বর্তমানে দিনকাল যা পড়েছে তাতে বৃদ্ধরা পড়েছেন বিপদে। তাদেরকে বিতাড়িত করে দেওয়া হচ্ছে যখন তখন। তবে এবার আগ্রা জেলাতে যা ঘটনা ঘটল তাতে সকলেই শিক্ষা নিতে পারবেন।
গণেশ শংকর নামে এক ব্যক্তি বৃদ্ধ বয়সে বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন।তার বয়স হয়েছে অষ্টআশি আর তাকে তার দুই ছেলে দেখতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। তাহলে এখন তিনি কোথায় রয়েছেন? তিনি এখন রয়েছেন তাঁর ভাইদের কাছে আর সেখান থেকেই তিনি যা ব্যবস্থা করেছেন তা এককথায় উচিত শিক্ষা দেওয়ার মতো।
আগ্রা জেলার ছাতনা থানা এলাকার বাসিন্দা গণেশ বাবুর নিজের তামাকের দোকান আছে। পাশাপাশি একটি পুরানো বাড়ি আছে তার।গণেশ বাবুর তিন ভাই নরেন শংকর পান্ডে, রঘুনাথ পান্ডে এবং অজয় শংকরের সাথে এক হাজার গজ জায়গার ওপর বিলাসবহুল বাড়ি তৈরি করেন। যার বর্তমান মূল্য প্রায় ১৩ কোটি টাকা।
বর্তমানে গণেশ বাবুর অংশের বাড়ির মূল্য ২ কোটি টাকার কিছু বেশি।গণেশ বাবু জানান, দু’বেলা দু’মুঠো অন্নের জন্য ভাইদের উপর নির্ভর করে থাকতে হয়। দুই ছেলে থাকলেও তারা দেখাশোনা করতে নারাজ। তাই এই বিশাল সম্পত্তি ছেলেদের না দিয়ে আগ্রার ডিএমের নামে স্থানান্তরিত করে দেবার সিদ্ধান্ত নেন গণেশ বাবু।
২০১৮ সালের আগস্ট মাসে বাড়িটি নিয়ে নতুন উইল করা হয়।সিটি ম্যাজিস্ট্রেট প্রতিপাল চৌহান জানিয়েছেন, যে জায়গাটি স্থানান্তরিত করা হয়েছে তার দাম কয়েক কোটি টাকা। উইলের এক কপি গণেশবাবুর ভাইদের কাছে রয়েছে অন্য কপি রয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে। এই উইল গণেশ বাবু নিজে করেছেন এবং এতে ওনার ভাইদের কোন আপত্তি নেই।

debangon chakraborty

Related Articles

Back to top button