বিনোদন

একেবারে চুপচাপ হয়ে গেলেন জেনেলিয়া, রিতেশের সঙ্গে ঝগড়া? প্রশ্ন নেটিজেনদের

রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজাকে বলিউডের পাওয়ার কাপল বলা চলে। তাদের দুজনের রসায়ন বরাবরই নজর কেড়েছে সকলের। তাদের নানান মজাদার ভিডিও হোক বা খুনসুটির ভিডিও, সবই সমানভাবে উপভোগ করেন নেটিজেনরা। কিন্তু হঠাৎ জেনেলিয়া একেবারে চুপচাপ হয়ে গেলেন কেন?

রিতেশ ও জেনেলিয়ার সম্পর্ক অনেক পুরনো। প্রায় ১৮-১৯ বছর একে অপরকে চেনেন তারা। বিয়ের আগে প্রায় ৯-১০ বছর চুটিয়ে প্রেম করেছেন তারা। এমনও শোনা যায় যে তাদের সম্পর্কের কথা দীর্ঘদিন ইন্ডাস্ট্রির কেউ জানতেনই না দীর্ঘদিন।

আরও পড়ুন- অন্বেষাকে এভাবে অপমান করলেন শ্রুতি, প্রিয় বান্ধবীর কথায় কেঁদেই ভাসালেন অন্বেষা

এমনকি, একসঙ্গে শুটিং করলেও তারা কাউকে বুঝতে দেন নি যে ভেতরে ভেতরে তারা চুটিয়ে প্রেম করছেন। বিয়ের পর দুই সন্তানকে নিয়ে তাদের ভরপুর হাসি খুশির সংসার।

জেনেলিয়া ও রিতেশ, দু’জনেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নানান ছবি, ভিডিও সবই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন তারা। সম্প্রতি জেনেলিয়া একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে দেখা যাচ্ছে তিনি চুপচাপ বসে রয়েছেন, মুখে কোনও কথা নেই। মনটাও খারাপ। এমন ভিডিও দেখেই প্রশ্ন জেগেছে সকলের মনে।

ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে চলছে কিছু কথা। একজন বলছেন, “আমার কথা বলা তোমাকে খুব বিরক্ত করত, তাই না? এবার আমার চুপ হয়ে যাওয়া কেমন লাগছে?” এরপরই প্রশ্ন আসে, কেন এমন চুপচাপ হয়ে গিয়েছেন জেনেলিয়া। তবে কী রিতেশের সঙ্গে ঝামেলা? তিনি বেশি কথা বলেন, তা রিতেশের পছন্দ নয়, তাই তিনি এভাবে চুপ করে গিয়েছেন?

 

View this post on Instagram

 

A post shared by Genelia Deshmukh (@geneliad)

আরও পড়ুন- বিবাহবিচ্ছেদের জেরে ভিখারি হতে বসেছিলেন সইফ-হৃতিকরা, ফাতিমা সানা শেখের সঙ্গে পরকীয়ায় লিপ্ত আমিরের কী অবস্থা?

এমন নানান প্রশ্ন উঠতে থাকে ভিডিওর কমেন্ট বক্সে। তবে অনেকেরই মত, স্রেফ ভিডিও বানানোর খাতিরেই এমন একটি ভিডিও শুট করেছেন জেনেলিয়া। আসলে রিতেশের সঙ্গে কিছুই হয়নি।

debangon chakraborty

Related Articles

Back to top button