বিনোদন

রিয়ার মুখে উঠে আসছে বলিউডের মাদকচক্রের তাবড়দের নাম! কি হবে বি-টাউনের?

রিয়া চক্রবর্তীই (Rhea Chakraborty) কি এখন তুরুপের তাস? তাকে জেরা করেই এখন বলিউডের (Bollywood) ভিতরের খবর পেতে চাইছে এনসিবি (Narcotics Control Bureau)।হাজার চেষ্টা করেও শেষরক্ষা হয়নি রিয়ার। জামিন পাননি সুশান্ত মামলায় মূল অভিযুক্ত রিয়া ও তার ভাই শৌভিক (Showik Chakraborty)। খারিজ হয়ে গিয়েছে জামিনের আবেদন। গত ৮ই সেপ্টেম্বর এনসিবি-র জেরায় গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

তাদের জিজ্ঞাসাবাদের সময়েই ড্রাগ মামলায় জড়িত বলিউডের ২৫ জন সেলিব্রিটির নাম জানিয়ে দিয়েছেন সুশান্তের বান্ধবী। আর এবার জানা যাচ্ছে বারংবার জিজ্ঞাসাবাদের ফলে রিয়ার মুখে উঠে এসেছে এ-লিস্টারদের নাম। মাদকচক্রে (Drug racket) জড়িত বলিউডের সবচেয়ে বড় রাঘববোয়ালের নাম‌ও নাকি ফাঁস করে দিয়েছেন রিয়া, যার ফলে এখন ভয়ে কাঁটা হয়ে রয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি।

মুম্বই পুলিশ, বিহার পুলিশ, ইডি, সিবিআই-এর পর সুশান্তের মৃত্যু মামলা খতিয়ে দেখতে তদন্তভার নিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শুধু ড্রাগ সেবন নয়, ড্রাগ পাচার এবং ব্যবসায়িক ক্ষেত্রে ড্রাগ আদান-প্রদানেরও অভিযোগ গ্রেফতার করা হয়েছে রিয়া ও তার সঙ্গীদের ।

একাধিকবার এনসিবি-র জেরার মুখে পড়েই মাদক সেবনের কথা স্বীকার করেছেন অভিনেত্রী রিয়া। শুধু তাই নয়, বলিউডের ২৫ জন হাই প্রোফাইল তারকার নামও উঠে এসেছে রিয়ার জেরায়। বলিউডের পরিচালক-প্রযোজক থেকে শুরু করে বেশ কিছু তাবড় ব্যক্তিত্বদেরও নামও জেরায় উঠে এসেছে।

জানা যাচ্ছে এনসিবি-র নজরে রয়েছেন সইফ কন্যাও। সারা আলি খানের(Sara Ali Khan) নাম প্রকাশ্যে আসার পরই ভয়ে কাঁপছে বলিউডের অন্যান্যরা। তবে শুধু সারা নন, আরও দুই অভিনেত্রী রকুল প্রীত(Rakul preet) ও সিমন খামবাট্টার(Suman Khambatta) নামও নিয়েছেন রিয়া। এছাড়াও ২০ পাতার লম্বা বিবৃতিতেও সারার নাম প্রকাশ করেছেন রিয়া।

আর তাই নাকি ইতিমধ্যেই বলিউডের এ-লিস্টারদের সমন পাঠানোর আগের প্রস্তুতি সেরে ফেলতে চাইছেন এনসিবি। আর কাদের নাম সামনে উঠে আসে সেটাই দেখার ‌।

debangon chakraborty

Related Articles

Back to top button