বিনোদন

পুরনোকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার পালা, জীবনের নতুন অধ্যায় শুরু করলেন রিয়া, নিজেই জানালেন সুখবর

গত দু’বছর রিয়া চক্রবর্তীর জীবন একেবারেই বদলে গিয়েছে বলা যায়। এক নিমেষে সবকিছুই তছনছ হয়ে যায়। মানুষের কটাক্ষ, নিন্দা, অপমান, জেল কাটানো, সবই জুটেছে তাঁর কপালে। তবে এবার নিজেকে আস্তে আস্তে গোছাচ্ছেন অভিনেত্রী। ধীরে ধীরে ফিরছেন স্বাভাবিক ছন্দে।

প্রায় দু’বছর পর কাজে ফিরেছেন রিয়া। এটাকে তাঁর জীবনের নতুন অধ্যায় বলা যায়। নতুন এক জীবনের সূচনা করলেন তিনি। নিজের অনুরাগীদের এই খুশির খবর তিনি নিজেই জানিয়েছেন।

একটি পোস্টে রিয়া লেখেন, “গতকাল দু’বছর পর কাজে ফিরলাম। যাঁরা আমার পাশে ছিলেন, তাঁদের সকলকে অনেক ধন্যবাদ। জীবনের যাই ঘটুক, সূর্য সব সময় উজ্জ্বলই থাকবে। কখনও হার মানবেন না”।

নিজের এই লেখার সঙ্গে একটি ভিডিও-ও পোস্ট করেছেন অভিনেত্রী। একটি নামী রেডিও স্টেশনের স্টুডিওতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর হাতে রয়েছে কিছু কাগজপত্র। সম্ভবত, সেগুলি থেকে সংলাপ পড়ে রেকর্ডিং করছেন রিয়া। তাঁকে পুরনো ছন্দে ফিরতে দেখে বেশ খুশি রিয়ার অনুরাগীরা।

debangon chakraborty

Related Articles

Back to top button