‘তোমার জন্য প্রতিদিন অপেক্ষা করি, ফিরে এসো’, সুশান্তের মৃত্যুবার্ষিকীতে আবেগে ভাসলেন রিয়া

গত বছর আজকের দিনেই সকলকে ছেড়ে চিরবিদায় নেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ১৪ই জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের নিথর দেহ। তাঁর মৃত্যু নিয়ে শুরু হয় তদন্ত। কিন্তু তাঁর মৃত্যু রহস্যের সমাধান এখনও হয়নি।
সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করা তাঁর বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। সুশান্তের অনুরাগীদের দাবী ছিল, সুশান্তকে খুন করা হয়েছে। এই খুনে সন্দেহের আঙ্গুল উঠে সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীর দিকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন সুশান্তের বাবা কে কে সিংও। এরপর বিহার পুলিশ এই মামলার তদন্ত করে।
আরও পড়ুন- কৃতীর কারণেই ভাঙে সুশান্ত-অঙ্কিতার সম্পর্ক, দুঃসময়ে পাশে না থেকে এখন কেন চোখে জল, প্রশ্ন নেটিজেনদের
জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-এর তরফে ডেকে পাঠানো হয় রিয়াকে। এরপরই রিয়া ও তার ভাইয়ের সঙ্গে মাদকযোগের দিকটি সামনে আসে। এরপর এই মাদক মামলায় নাম জড়ায় বলিউডের একাধিক তারকার। প্রায় একমাস জেলে থাকার পর শর্তসাপেক্ষ জামিনে ছাড়া পান রিয়া।
জামিনে মুক্তি পেয়ে নিজের পুরনো জীবনে ফেরার চেষ্টা করেন রিয়া। কিন্তু তাঁর এই কালিমালিপ্ত ঘটনার জন্য তাঁকে কাজ দিতে রাজী হয় না অনেকেই। শোনা যায়, কাজের দিকে চারিদিকে হন্যে হয়ে ঘুরছেন রিয়া। বাধা এলেও হেরে যান নি। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছেন।
আজ, সুশান্তের প্রথম বছরের মৃত্যুবার্ষিকীতে তাঁকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেন রিয়া। লেখেন, “আমি এখনও বিশ্বাস করি না যে তুমি আর নেই। সবাই বলে, সময় ক্ষতকে সারিয়ে দেয়। কিন্তু তুমিই তো আমার সময়, আমার সবকিছু ছিলে। তুমিই এখন আমার রক্ষাকর্তা। আমি জানি দূর চাঁদ থেকে টেলিস্কোপ দিয়ে তুমি আমায় দেখছ ও রক্ষা করছ। আমি তোমার জন্য প্রত্যেকদিন অপেক্ষা করি, সব জায়গায় খুঁজি তোমাকে। আমি জানি তুমি আমার সঙ্গে আছ”।
View this post on Instagram
রিয়ার কথায়, সুশান্তের শূন্যতা তাঁর জীবনে পূরণ হওয়ার নয়। সুশান্ত চলে যাওয়ার পর তাঁর জীবন থমকে গিয়েছে, এমনটাই জানান রিয়া। তিনি বেশ আবেগপ্রবণ হয়ে লেখেন, “তোমাকে রোজ মালপোয়া দেব, দুনিয়ার সব কোয়ান্টাম ফিজিক্সের বই পড়ব, দয়া করে আমার কাছে ফিরে এসো”। নিজের বেবু ও পুটপুটকে যে তিনি ভীষণ মিস করেন তা-ও রিয়া জানান এই পোস্টের মাধ্যমে।