বিনোদন

এনসিবির জেরার মুখে রিয়া! আজই হতে পারেন গ্রেফতার?

ইতিমধ্যেই এনসিবির (NCB) হাতে গ্রেফতার হয়েছেন শৌভিক চক্রবর্তী (Shoubhik Chakraborty)। অন্যদিকে আজ রবিবার প্রথমবার এনসিবির (NCB) জেরার মুখে পড়েছেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। এখন বাতাসে জল্পনা ভাসছে যে, ভাইয়ের পরে এবার কি দিদির (Rhea Chakraborty) গ্রেফতারির পালা?

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) এর অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে নেমে মাদকচক্রের হদিশ খুঁজে পায় ইডি, তারপরেই এই মামলার মাদকচক্র সংক্রান্ত তদন্তভার চলে যায় এনসিবির (NCB) হাতে।

রবিবার সকালে গোলাপি প্রিন্টেড কুর্তা এবং জিনস পরে এনসিবির (NCB) দফতরে রওনা দিয়েছেন রিয়া‌। মুম্বই পুলিশের কড়া নিরাপত্তায় নিজের এসইউভিতেই তিনি গিয়েছেন এনসিবির  (NCB) দপ্তরে।

আবার অন্যদিকে রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্ডে (Satish Manshinde) রবিবার রিয়া জেরার মুখে পড়বার আগেই মন্তব্য করে বসেন, “গ্রেফতারির জন্য প্রস্তুত রিয়া চক্রবর্তী”। শুধু তাই নয়, রিয়ার তরফে কোনও সময়ই আগাম জামিনের আবেদন জানানো হয়নি বললেন রিয়ার আইনজীবী। স্বাভাবিকভাবেই তার এই মন্তব্যের পরেই শুরু হয় জল্পনা, তবে কি ভাই এর পর এবার দিদি গ্রেফতার হতে চলেছেন, এই টপিক নিয়ে দিনভর ব্যস্ত থাকল সোশ্যাল মিডিয়া।

শুক্রবারে মাদককান্ডে যোগ থাকার জন্য রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী এবং সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করে এনসিবি (NCB)। তাদের ৯ই সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকেও শনিবার রাতে গ্রেফতার করা হয়।

debangon chakraborty

Related Articles

Back to top button