বিনোদন

“যারা আমাকে ধ্বংস করার চেষ্টা করেছে, তাদের আমি ছাড়ব না”, জেল থেকে ছাড়া পেয়ে হুঁশিয়ারি দিলেন রিয়া

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে জলঘোলা হয়ে গিয়েছে অনেকটা। তার অস্বাভাবিক মৃত্যুর জন্য সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর দিকেই সন্দেহের আঙ্গুল তোলেন সুশান্তের পরিবার-সহ তার ভক্তমহল। এই মামলার তদন্তের জন্য সিবিআই-এর তরফ থেকে রিয়াকে ডেকে পাঠানো হয়। এরপর তার সঙ্গে মাদকযোগের দিকটি সামনে এলে সেই অভিযোগে গত ৮ই সেপ্টেম্বর এনসিবি-এর হাতে গ্রেফতার হন অভিনেত্রী। অবশেষে ২৮ দিন জেলে কাটানোর পর ৭ই অক্টোবর বম্বে হাইকোর্টের রায়ে শর্তসাপেক্ষে জামিন পান রিয়া। এরপরই হুমকির সুর চড়াতে শুরু করেন তার পক্ষের আইনজীবী সতীশ মানেসিন্ধে।

রবিবার একটি প্রেস বিবৃতি জারি করে মানেসিন্ধে বলেন, “যেমন আমি বলেছিলাম, রিয়া জামিনে ছাড়া পেলে আমারা তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেব যারা রিয়ার মানহানি করেছে ও দু-এক মিনিটের খ্যাতির জন্য ইলেকট্রনিক মিডিয়ায় নিজের মিথ্যে বয়ান দিয়ে রিয়ার জীবন নষ্ট করার চেষ্টা করেছে। আমরা সিবিআই-এর কাছে আবেদন জানাব যেন তদন্তকে ভুল পথে চালনা করার জন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়”।

মানেসিন্ধের ইশারা যে রিয়ার প্রতিবেশী ডিম্পল থাওয়ানির দিকেই তা স্পষ্ট। ইনিই বেশ কিছু চ্যানেলে দাবী করেন যে সুশান্ত নাকি ১৩ই জুন অর্থাৎ তার মৃত্যুর আগেরদিন রাতে রিয়াকে তার বাড়ি ছেড়ে দিয়ে যান। এই কথা তিনি জানতে পারেন তার এক প্রত্যক্ষদর্শীর থেকে। রবিবার সিবিআই ওই প্রতিবেশীর বয়ান রেকর্ড করেছে।

অন্যদিকে, সুশান্তের মৃত্যু মামলার সঙ্গে জড়িত আর্থিক তছরুপের মামলায় ইডির জেরার মুখেও পড়েন রিয়া। সুশান্তের বাবা কে কে সিং অভিযোগ করেন রিয়া ও তার পরিবার নাকি সুশান্তকে আত্মহত্যার প্ররোচনা দেয় ও তার সঙ্গে আর্থিক প্রতারণাও করে। বিহার পুলিশের কাছে এমন অভিযোগই দায়ের করেন কে কে সিং। তিনি জানান সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা কোনও এক অজানা অ্যাকাউন্টে জমা করা হয়েছে। কিন্তু ইডি সূত্রের খবর সুশান্তের অ্যাকাউন্টের ফরেন্সিক অডিট রিপোর্টে কোনও বড় গড়বড় ধরা পড়েনি। গত এক বছরে রিয়ার জন্য সুশান্ত প্রায় ৫৫ লক্ষ টাকা খরচ করেছেন সেগুলি মূলত শপিং, স্পা, ও ট্রাভেল সংক্রান্ত ক্ষেত্রে।

তবে সুশান্তের পরিবারের অভিযোগ রিয়া সুশান্তকে চালনা করতেন, এমনকি তাঁকে নিজের পরিবারের থেকেও আলাদা করে রাখতেন রিয়া। সুশান্তের ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য ছিল রিয়ার কাছে।

প্রসঙ্গত, সুশান্তের মৃত্যু মামলায় খুনের অভিযোগ খারিজ করে দিয়েছে দিল্লির এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকের দল। এমন খবর কিছুদিন আগেই সামনে এসেছে। তবে গোটা বিষয় নিয়ে কোনওরকম আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে। তবে সুশান্তের মৃত্যু মামলা আত্মহত্যার দিকে এগোলে এরপর রিয়ার অভিমত কি হবে, এখন সেটাই দেখার।

debangon chakraborty

Related Articles

Back to top button