বিনোদন

কখনও মহেশ ভাটকে জড়িয়ে, কখনও মুকেশ ভাটকে, ভাইরাল রিয়া

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীর নানান ভিডিও এবং ছবি সামনে এসেছে। যা সুশান্তের মৃত্যু রহস্যকে আরো বেশি করে ঘনীভূত করেছে। মডেল অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং বলিউডের অন্যতম পরিচালক মহেশ ভাটের সম্পর্ক নিয়ে এখন সরগরম রয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন সময়ই তাঁদের সম্পর্ক নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছে। কিন্তু এবার আরেক পরিচালকের সাথে রিয়ার ছবি সামনে এলো। তিনি সম্পর্কে মহেশ ভাটের ভাই অর্থাৎ মুকেশ ভাটের সাথেও এবার নাম জোরালো রিয়ার।

https://www.instagram.com/p/CECK3ZBh_du/?utm_source=ig_web_copy_link

এ সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় দুটি ভিডিও ভাইরাল হয়েছে। যার মধ্যে একটিতে মহেশ ভাট এবং অপরটিতে মুকেশ ভাটের সাথে ভিডিও রয়েছে রিয়ার। এই ভিডিও দুটি থেকে বোঝা যাচ্ছে যে ভাট ভ্রাতৃদ্বয়ের সাথে কেমন সম্পর্ক রাখেন রিয়া। উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু প্রসঙ্গে নেটিজেনদের তরফ থেকে সরাসরি দায়ী করা হয়েছে মুকেশ ভাট এবং রিয়া চক্রবর্তীকে। ফলে, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও এবং ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ছে প্রত্যেকের ফোনে ফোনে। তারপরই উঠছে চরম বিতর্কের ঝড়। সম্প্রতি , রিয়া চক্রবর্তী বা মহেশ ভাটের হোয়াটসঅ্যাপ চ্যাটের কথোপকথন প্রকাশ্যে এসেছে। যেখানে মহেশ ভাট সরাসরি রিয়াকে সুশান্তকে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন এবং রিয়াও তাতে সম্মত হয়েছেন।

https://www.instagram.com/p/CEQ9T8HBDKx/?utm_source=ig_web_copy_link

অন্যদিকে সুশান্ত সিং রাজপুতের জিম পার্টনার সুনীল শুক্লাও দাবি করেছেন, সুশান্তকে ষড়যন্ত্র করে খুন করেছেন রিয়ার বাবা এবং মহেশ ভাট। এইসব ঘটনা সামনে আসার পর মানুষের মধ্যে ক্ষোভ আরোও বাড়ছে।

Related Articles

Back to top button