বিনোদন

রিল লাইফে হাজারো নায়িকা, রিয়েল লাইফে ঋষি কৌশিকের হিরোইন কে? দেখুন ছবি

বিজ্ঞাপন

তিনি হাজারো মহিলার হার্টথ্রব কিন্তু তার জীবনের হার্টথ্রবকে? টেলি অভিনেতা ঋষি কৌশিকের কথা হচ্ছে। ২০০৫ সালের ধারাবাহিক ‘একদিন প্রতিদিন’- এর হাত ধরে বাংলা টেলিজগতে প্রবেশ করেন ঋষি। তিনি আজ থেকে আঠেরো বছর আগে অসমের তেজপুর থেকে কলকাতা শহরে আসেন নিজেকে গড়ে তোলার জন্য। লেগে থাকার ফল মেলে তিনবছর পরে একদিন প্রতিদিনের হাত ধরে। ধীরে ধীরে নামডাক শুরু হয়।

বিজ্ঞাপন

এরপরে ২০০৮ সালে মেলে বড় ব্রেক। এখানে আকাশ নীলে ড. উজানের চরিত্র তাকে বাঙালি দর্শকদের কাছে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়। তার গুরুগম্ভীর চরিত্র তাকে একটা অন্য পরিচিতি দেয়। কিন্তু বাস্তবের ঋষি একদম অন্যরকম। তিনি বেশ হাসিখুশি। তিনি বাইক ভক্ত। যেখানেই যান বাইক নিয়ে যান এমনকি শুটিংয়েও নিজে আসেন নিজের বাইক ড্রাইভ করে।

বিজ্ঞাপন

রিল লাইফে হাজারো নায়িকা, রিয়েল লাইফে ঋষি কৌশিকের হিরোইন কে? দেখুন ছবি 1

বিজ্ঞাপন

ইষ্টিকুটুম এর অর্চি থেকে কুসুমদোলার রণজয় চ্যাটার্জি, সবেতেই ঋষি কৌশিক কে আপন করে নিয়েছে বাঙালি। ইষ্টিকুটুম এর শুটিংয়ের সময়ই দেবজানি চক্রবর্তীর সঙ্গে তার অফ স্ক্রিনের প্রেম জমে ওঠে। পেশায় ইঞ্জিনিয়ার দেবযানীকে এরপরে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেন ঋষি। স্বামীর মত দেবজানি ও ঘুরতে খুব ভালোবাসেন তাই যখনই সময় পান ব্যাগ প্যাক করে পাহাড় বা সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন এই জুটি।

বিজ্ঞাপন

একসময় সহ-অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস এর সঙ্গে ঋষি কৌশিকের সম্পর্কের গুঞ্জন উঠেছিল এমনকি শোনা গিয়েছিল যে দুজনের নাকি একসঙ্গে একটি সন্তানও রয়েছে। যা শুনে সেই সময় সমালোচকদের একটি লাইনে মোক্ষম জবাব দিয়েছিলেন ঋষি।উত্তরটা ছিল “খেলাম না, দেলাম না, গ্লাস ভাঙলাম আমি!” নিজের বউকে কিন্তু খুব ভালোবাসে নিশি কৌশিক নিজের ব্যস্ত শিডিউলের মধ্যেও যেটুকু সময় পান সেটুকু সময় বরাদ্দ থাকে বউয়ের জন্য।

অন্যদিকে দেবযানীও স্বামীর সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসেন।ঋষি কৌশিক নিজের বউকে এতটাই ভালবাসেন যে বিদেশের মাটিতে নিজের জন্মদিন সেলিব্রেট করলেও ভিডিও কলে তখন সঙ্গে থাকেন দেবযানী‌। দুজনে এতটাই বেড়াতে ভালোবাসেন যেকোনো ট্রিপ একে অপরকে ছাড়া করেন না। ধারাবাহিকের জগতে ঋষি কৌশিকের বিভিন্ন নায়িকা থাকতে পারে কিন্তু নিজের আসল জীবনের নায়িকা কিন্তু একজনই যার নাম দেবযানী চক্রবর্তী।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading