নিত্যনতুন সোশ্যাল মিডিয়া আপডেটে ভরিয়ে দেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। বলিউড থেকে টলিউড সবেতেই তার অবাধ গতি। স্টার জলসার ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’ দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন চুলবুলি এই অভিনেত্রী।
View this post on Instagram
এরপর বলিউডে কাজ শুরু করেন ঋতাভরী। এতদিন অভিনয়েই মন দিয়েছিলেন কিন্তু এবার তাকে জারা হঠকে অবতারে দেখা যাবে।
সম্প্রতি অভিনেত্রী গায়িকা রূপে অবতীর্ণ হতে চলেছেন। নিজেই সোশ্যাল মিডিয়ায় করলেন সেই ঘোষণা। জানালেন বলিউড গীতিকার স্বানন্দ কিরকিরের লেখা হিন্দি গানই গাইলেন ঋতাভরী এবং সেই গানের মিউজিক ভিডিও প্রকাশ হতে চলছে আর কিছুদিনের মধ্যেই। গানের নাম শাওন। মিউজিক ভিডিওতে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা পাভেল গুলাটি। মিউজিক ভিডিও থেকে একটি ছবি ইনস্টাগ্রামে আপলোড করেছেন ঋতাভরী। সেখান থেকেই স্পষ্ট গানের ভাষা হিন্দি হলেও মিউজিক ভিডিও কিন্তু বাঙালিয়ানায় ভরপুর।
দেখে নিন ঋতাভরীর সেই পোস্ট…
View this post on Instagram
Related Posts