‘দেশের মাটি’ শেষ হয়ে যাওয়ায় মন খারাপ, উদাস হয়ে পাহাড়ি রাস্তায় ঘুরছেন ‘মাম্পি’ রুকমা

শেষ হয়েছে ‘দেশের মাটি’ ধারাবাহিক। মাত্র ১০ মাস আগেই শুরু হয়েছিল ধারাবাহিকটি। আর এরই মধ্যে তা শেষ হয়ে যাওয়ায় বেশ দুঃখ পেয়েছেন দর্শকরা। এই নিয়ে স্টার জলসার উপর নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। আবার আচমকাই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় অভিনেতা-অভিনেত্রীদেরও বেশ মন খারাপ।
ধারাবাহিক শেষ হতেই নর্থ বেঙ্গল ঘুরতে গিয়েছেন মাম্পি ওরফে রুকমা রায়। চটকপুর থেকে কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। একটি ছবিতে তাঁকে দেখা যাচ্ছে উদাস মনে পাহাড়ের তাকিয়ে থাকতে। আবার অন্য একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে চটকপুরের গ্রাম থেকে হেঁটে ভিউ পয়েন্টের দিকে যেতে। অভিনেত্রীর পরনে সবুজ পুলওভার, ডেনিম জিন্স ও পিঠে লেদার ব্যাকপ্যাক।
এই ছবির ক্যাপশনে রুকমা লিখেছেন, “যখন সবকিছু চড়াইয়ের মতো কঠিন লাগে, তখন ওপর থেকে দেখা ভিউয়ের কথা চিন্তা কোরো”। রুকমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা। এত তাড়াতাড়ি তাঁদের প্রিয় ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার জন্য অভিযোগও জানিয়েছেন অনেকেই। সবার মুখে একটাই কথা, “তোমায় মিস করছি মাম্পি দিদি”।
View this post on Instagram
‘দেশের মাটি’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে নোয়া-কিয়ানকে দেখানো হলেও সকলের মন জয় করে নেয় মাম্পি আর রাজার জুটি। তাদের নামে খোলা হয় ফ্যানক্লাব। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর রুকমা রায়ের রসায়ন রিল লাইফ থেকে রিয়েল লাইফে প্রভাব ফেলতে শুরু করেছিল। তাদের একসঙ্গে ‘রাম্পি’ নামে ডাকা হত।
‘দেশের মাটি’ ধারাবাহিক বন্ধ হওয়ার খবর সামনে আসার পর রাহুল-রুকমা ফেসবুক লাইভ করেন। সেখানে তারা জানিয়েছিলেন একে-অপরকে তাঁরা কতট মিস করবেন। এরই সঙ্গে এই ধারাবাহিক যে তাঁদের বড্ড প্রিয় ছিল, একথাও জানান রাম্পি জুটি।