বিনোদন

জুটছে না গান গাওয়ার কাজ, বাধ্য হয়ে অবশেষে ৭৪০০ টাকার চাকরিতে ঢুকলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক রূপঙ্কর বাগচী

বিজ্ঞাপন

‘চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো’, সেই বিখ্যাত গান অঞ্জন দত্তের। তবে এই গানটা যেন এখন অঞ্জন দত্ত নয়, গাইছেন গায়ক তথা সুরকার রূপঙ্কর বাগচী। নিজের বেলা অর্থাৎ স্ত্রী চৈতালি লাহিড়ীর জন্য না হলেও, অন্য কোনও কারণে। কারণ, এবার যে চাকরি পেলেন রূপঙ্কর।

বিজ্ঞাপন

হ্যাঁ, ঠিকই পড়ছেন। চাকরি! সেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত ৪৮ বছর বয়সী গায়ক রূপঙ্কর বাগচী পেলেন ৭৪০০ টাকার চাকরি। তাও আবার রীতিমতো চাকরির পরীক্ষা দিয়ে, তাতে ‘এ’ গ্রেড পেয়ে এই চাকরি পাকা হয়েছে তাঁর। আর সে কথা নিজেই তিনি অত্যন্ত খুশি হয়ে সকলকে সোশ্যাল মিডিয়ায় জানালেন।

বিজ্ঞাপন

ঘটনাটি ঠিক কী?

বিজ্ঞাপন

আসলে, অল ইন্ডিয়া রেডিওয় আধুনিক গানের জন্য অডিশন দিয়েছিলেন রূপঙ্কর। সেই অডিশনের ফলাফল বেরোলো অবশেষে। সেই রেজাল্টের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রূপঙ্কর লিখেছেন, “কোনোদিন‌ও অল ইন্ডিয়া রেডিওয় অডিশন দিই নি আগে, গতবছর লকডাউনে এক ওলোটপালোট অবস্থায় দিয়ে ফেলেছিলাম, আজ রেজাল্ট বেরোলো, দিব্য লাগছে”।

বিজ্ঞাপন

করোনার জেরে লকডাউনের সময় নানান সাধারণ মানুষ থেকে শিল্পী, সকলেরই এক অনিশ্চয়তার জীবন কেটেছে। সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত মানুষ, কলাকুশলীরা বেশ প্রভাবিত হয়েছেন এর জেরে। কেউ কেউ নিজের পেশা ছেড়েছেন, তো কেউ আবার নতুন করে কিছু ভাবতে শুরু করেছেন। রূপঙ্কর বাগচীও তাদের মধ্যেই একজন।

কিছুদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ করে বলেছিলেন যে এখন আর কেউ গান গাইতে বা গানের সুর করতে ডাকে না। অথচ এই রূপঙ্কর বাগচীই একসময় নিজের গানের সুর করে, অ্যালবাম বের করে সময় কাঁপিয়েছেন। নিজের গান নিজের অনুরাগীদের কাছে পৌঁছে দিতে ইউটিউব চ্যানেলও খোলেন গায়ক। আর এবার অল ইন্ডিয়া রেডিওতে গান গাওয়ার সুযোগ পেয়ে বেশ খুশি তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading