ভয়াল বন্যার কবলে গোটা গ্রাম, ৭০টি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বানিয়ে দিতে চলেছেন সলমান খান!

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু মামলায় তাঁর দিকে দোষারোপের আঙ্গুল উঠেছে! কারণ যদিও নেপোটিজমের মত অভিযোগ। কিন্তু ভাইজান যে এই লকডাউন পর্বে অনেককেই সাহায্য করেছেন এ কথা অনস্বীকার্য। এবার সলমান খান (Salman Khan) মহারাষ্ট্রের বন্যা কবলিত খিদরাপুর (Khidrapore) এলাকায় ৭০ টি পরিবারের ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের কাজে সাহায্য করা শুরু করলেন।
ইতিমধ্যেই এক টানা বৃষ্টিতে মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়েছে। এরমধ্যে অন্যতম হলো খিদরাপুর গ্রাম। মহারাষ্ট্রে একেতেই করোনা ভাইরাসের (CoronaVirus) সংক্রমণ অত্যন্ত বেশি তার ওপর ‘গোদের উপর বিষফোঁড়ার’ মতো সঙ্গী হয়েছে এই বন্যা পরিস্থিতি। প্রবল বৃষ্টিতে এই গ্রামের ৭০ টি পরিবার রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়।
এই অবস্থায় সলমান খানের (Salman Khan) বিইং হিউম্যান (Being Human) সংস্থা এই বাড়িগুলির পুনঃনির্মাণের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সঙ্গী হিসাবে পেয়েছে মহারাষ্ট্র সরকারকে।
মহারাষ্ট্রের মন্ত্রী রাজেন্দ্র পাটিল যদ্রাভকর (Rajendra Patil Yadravkar) টুইট করে এই কথা জানিয়েছেন। তিনি টুইটের মাধ্যমে ভাইজানকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, এই গ্রাম কিন্তু সলমানের দত্তক নেওয়া গ্রাম! ২০১৯ সালেই এই গ্রামকে দত্তক নিয়েছিলেন ভাইজান। এরপর এই গ্রামের উন্নয়নমূলক কাজে বরাবর সহায়তার হাত বাড়িয়ে দেয় তার বিইং হিউম্যান সংস্থা।
खिद्रापूर ता. शिरोळ येथील महापुरात पडझड झालेल्या घरांची पुर्नबांधणी करण्यासाठी एलान फाऊंडेशन (दिल्ली) व अभिनेते सलमान खान यांनी जबाबदारी घेतलेल्या ७० घरांच्या पायाभरणीचा शुभारंभ पार पडला. pic.twitter.com/clDOWvp3xE
— Rajendra Patil Yadravkar (@yadravkar) August 25, 2020
করোনা পরিস্থিতিতে এই গ্রামের জন্য মাস্ক ও স্যানিটাইজার তো দেওয়া হয়েছে সেই সঙ্গে বন্যা ত্রাণের সামগ্রীও পাঠানো হয়েছে বন্যার সময়।
অন্যদিকে ভাইজান এবার কাজে ফিরতে চলেছেন। ইতিমধ্যেই ‘বিগ বস ১৪’-এর কাজ শুরু করে দিয়েছেন তিনি। আবার প্রভুদেবার পরিচালনায় ‘রাধে’ সিনেমার শুটিং শুরু করতে চলেছেন শীঘ্রই। এরপর টাইগার ছবির সিরিজের তৃতীয় ছবি শুট করতে চলেছেন ক্যাটরিনা কাইফের সঙ্গে। জ্যাকলিন ফার্নান্ডেজ এর সঙ্গে ‘কিক ২’ খুব শীঘ্রই শুরু করবেন সলমান খান (Salman Khan)।