লাল পোশাকে জমিয়ে হিন্দি গানে নাচ করলেন ‘ফর্সা’ শ্যামা! দেখে আঁতকে উঠলেন নেটিজেনরা

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো কৃষ্ণকলি। বর্তমানে ঊমা সিরিয়ালের কারণে টাইম স্লট বদলেছে ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত নিজের প্রাসঙ্গিকতা এবং জনপ্রিয়তা ধরে রেখেছে সিরিয়ালটি।
কৃষ্ণকলির শ্যামা কে আমরা সাধারণত পর্দায় রেখেছি শ্যাম বর্ণা সাদা সরল রূপে কিন্তু বাস্তবে তিনি যে অত্যন্ত মর্ডান তা তার সোশ্যাল মিডিয়া দেখলে স্পষ্ট। এবার তিনি একটি রিল ভিডিও পোস্ট করলেন ইনস্টাগ্রামে যা দেখে চোখ কপালে উঠেছে সকলের।
‘আপনা হর দিন এয়সে জিও’ গানে লাল রঙের একটি ওয়ান পিস পরে তুমুল নাচ করলেন শ্যামা অর্থাৎ তিয়াসা রায়। এই তিয়াসা কে দেখলে একদম বোঝা যাবে না যে তিনি পর্দায় ফুলহাতা ব্লাউজ শাড়ি পরে কৃষ্ণকলি সেজে আসেন। ভিডিওর নাচ দেখলে বোঝা যাবে তিনি হয়তো কোথাও ঘুরতে গেছেন সেখানেই করেছেন নাচের শুটিং।
View this post on Instagram
এই ভিডিও ইতিমধ্যেই পছন্দ করেছেন তার অনুরাগীরা। তবে যারা শ্যামাকে পর্দায় ওরকম ভাবে দেখতে অভ্যস্ত তারা হঠাৎ করে এত আধুনিক রূপ দেখে হকচকিয়ে গেছেন একথা বলাই বাহুল্য। ভিডিওতে ইতিমধ্যেই লাইক পড়েছে হাজার হাজার এবং পেয়েছে হাজার হাজার ভিউজ।