মধ্যরাতে শহর কলকাতায় যৌ’ন হেনস্থার শিকার ইমন চক্রবর্তী, ফেসবুক লাইভে এসে ক্ষোভ উগড়ে দিলেন সঙ্গীতশিল্পী

মাঝরাতে দক্ষিণ কলকাতার রাস্তায় যৌ’ন হেনস্থার শিকার হন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। প্রকাশ্যে হেনস্থার মুখে গায়িকা। গতকাল, বৃহস্পতিবার ঘটে এই অপ্রীতিকর ঘটনা। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেন ইমন। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ফেসবুক লাইভে এসে গোটা ঘটনাটি জানিয়ে গর্জে ওঠেন সঙ্গীতশিল্পী।
ফেসবুক লাইভে ইমন জানান যে তিনি স্বামী নীলাঞ্জন এবং আরও কিছু বন্ধু-বান্ধবকে সঙ্গে নিয়ে ব্য়াডমিন্টন খেলতে গিয়েছিলেন। খেলাশেষে বাড়িতে ফেরার আগে এক ফলের দোকানে যান তিনি। আর সেখানেই ঘটে এক অপ্রীতিকর ঘটনা।
ইমনের অভিযোগ, ওই ফলের দোকানেই এক ব্যক্তি নানান ফলের নাম করে গায়িকার উদ্দেশে কটূক্তি করতে থাকেন। নানান অশালীন ইঙ্গিতও করেন তিনি। ফেসবুক লাইভে এসে অনুরাগীদের জানিয়েছেন ইমন। তবে চুপ করে থাকেননি সঙ্গীতশিল্পীও। সোজা পুলিশে অভিযোগ করেন ইমন।
পুলিশ সূত্রে খবর, ওই অভিযুক্তের বিরুদ্ধে নিগ্রহ, শারীরিক হেনস্থা ও শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করেছেন ইমন চক্রবর্তী। ফেসবুক লাইভে এসে এই ধরণের ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি।
ইমন বলেন, “আমরা মেয়েরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি। রাস্তার বেরোই। আমার বোন অফিসে যায়। এ সব বিকৃত মানসিকতার লোকের বিরুদ্ধে প্রতিবাদ না করলে অন্যায় করতাম। এমন দেখলে প্রতিবাদ করুন। প্রশাসনকে জানান। পুলিশ ব্যবস্থা নেয়। সাহস করে বেরিয়ে আসুন শুধু”।
শহর কলকাতায় এই ধরণের ঘটনা নতুন নয়। এর আগেও অ্যাপক্যাব চালকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী মানালি দে। আবার এক ট্যাক্সি চালকের বিরুদ্ধে অশোভন আচরণ করার অভিযোগ করেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।