কর্তব্যে কমতি নেই! হাঁটুজল নিয়েই নিজের বিধানসভা কেন্দ্রের প্লাবিত এলাকা ঘুরে দেখলেন সোহম

জানা গিয়েছিল, ঘূর্ণিঝড় যশ আসার আগে থেকেই চণ্ডীপুরে থাকছিলেন নয়া বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। তাঁর টিম অনেক আগেই বিপজ্জনক এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে। এবার তিনি নিজে বেরোলেন প্লাবিত জায়গা ঘুরে দেখতে।
সকলে ঠিকমতো খাবার পাচ্ছেন কী না, তা জানতে চেয়েছেন তিনি। এমনকি, নিজের এলাকায় কন্ট্রোলরুমও খুলেছেন সোহম। এই ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই একহাঁটু জল নিয়ে নানান এলাকা ঘুরে দেখছেন নয়া বিধায়ক।
আরও পড়ুন- অল্পের জন্য ‘যশ’-এর হাত থেকে রক্ষা পেল কলকাতা, আগামী দু’দিন বিভিন্ন জেলায় বৃষ্টি
এদিন নিজের টুইটারে জায়গা পরিদর্শনের ছবি পোস্ট করে সোহম জানান যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে জনজীবন যত দ্রুত সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা। এই বিষয়ে স্থানীয় প্রশাসন ও তাঁর টিম সবরকম সাহায্য করছেন সকলকে।
আজ ঝড়ের তান্ডব চলাকালীনই সকাল থেকেই চণ্ডীপুরে প্লাবিত অঞ্চলগুলি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে যত দ্রুত সম্ভব জনজীবন স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসন এবং আমার সহকর্মীরা সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যাতে আমরা খুব তাড়াতাড়ি এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারি pic.twitter.com/6drYjiMyt6
— Soham Chakraborty (@myslf_soham) May 26, 2021
বিধানসভা ভোটে জেতার পর থেকেই করোনা মোকাবিলার কাজে ঝাঁপিয়ে পড়েন সোহম। চণ্ডীপুরের নানান জায়গা বারবার পরিদর্শনে বেরিয়েছেন তিনি। এই দুর্যোগের সময় করোনা আক্রান্তদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করেন অভিনেতা।
এই জন্য, গতকাল, মঙ্গলবারই চণ্ডীপুরের ভগবানপুরে একটি সেফ হোম খোলা হয়েছে। সেখানে রয়েছে অক্সিজেন কনসেন্ট্রেটরও। এই সেফ হোমটি খোলা হয়েছে ভগবানপুর গ্রামীণ হাসপাতালের ঠিক পাশেই। সোহম এও জানিয়েছেন যে খুব তাড়াতাড়িই চণ্ডীপুর ব্লকেও একটি সেফ হোম খোলা হবে।