বিনোদন

সোহমের নাম করে তোলাবাজি, চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেফতার অভিনেতার ‘পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট’

অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা আপ্ত সহায়ক সজল মুখোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, সোহমের নাম করে নানান মানুষের থেকে টাকা তুলতেন ওই ব্যক্তি। তোলাবাজির পাশাপাশি তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগও রয়েছে বলে জানা গিয়েছে। একথা জানতে পেরে সোহম নিজেই পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন।

এক সংবাদমাধ্যমে সোহম জানান, “বেশ কিছুদিন ধরে সজল মুখার্জি আমার নাম করে প্রতারণা করছিলেন। বিভিন্ন মানুষের থেকে চাকরির নাম করে, বিভিন্ন পদে তাঁদের দাখিল করার লোভ দেখিয়ে তাঁদের থেকে টাকা আত্মসাৎ করে। বেশ কিছুদিন ধরেই আমার কানে আসছিল। আমি প্রমাণের অপেক্ষায় ছিলাম। কিন্তু এরপর ভাবলাম, কেউ লিখিত দেয়নি ঠিকই কিন্তু যে মানুষগুলো এতোদিন প্রতারিত হচ্ছিল তাঁদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল”।

সোহম এও জানান যে সজলের কাছে তাঁর একটি গাড়িও ছিল। কিন্তু সেই গাড়ি ফেরত দেওয়ার পরিবর্তে ওই ব্যক্তি তাঁর কাছ থেকে চার লক্ষ টাকা দাবী করেছে।

সজল মুখোপাধ্যায়ের প্রতারণার কথা সামনে আসতেই আরও বেশ কিছু মানুষের কথা জানতে পারা যায় যারা এই সজল মুখোপাধ্যায়ের প্রতারণার শিকার হয়েছেন। তবে তারা এও জানিয়েছেন যে তারা বিশ্বাস করেন যে সোহম এই বিষয়ে কিছুই জানতেন না।

মানুষের অভিযোগের ভিত্তিতেই সজল মুখোপাধ্যায়ের সমস্ত দায়িত্ব ধীরে ধীরে খর্ব করতে থাকেন সোহম। আর এরপরই সজল সোহমের নামে নানান জায়গায় কুৎসা করতে থাকেন বলে জানা যায়। সোহমকে অশ্লীল ভাষায় কটাক্ষ করা শুরু করেন সজল। এই আচরণ মেনে নিতে পারেন নি সোহম। সজলের হয়ে চণ্ডীপুরের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন সোহম চক্রবর্তী।

Related Articles

Back to top button