ছেলের একমাসের জন্মদিনে মহান উদ্যোগ সোনালীর! ক্ষুধার্ত মানুষের মুখে তুলে দিলেন অন্ন

বাংলা টেলি ও টলিপাড়ার পরিচিত মুখ সোনালী চৌধুরী। অনেক ছোটো থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছে আপামর দর্শক। ধারাবাহিক তো বটেই, নানান ছবিতেও তিনি সমান দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। শুধু তাই-ই নয়, অনেক অনুষ্ঠানেও তাঁর সঞ্চালনা মন ছুঁয়েছে অনেকের।
মাসখানেক আগেই সোনালীর কোল আলো করে আসে তাঁর ফুটফুটে পুত্র সন্তান। দেখতে দেখতে একমাস কেটে গেল। একমাত্র আদরের ছেলের জন্মদিন একটু বিশেষভাবেই পালন করলেন অভিনেত্রী।
আরও পড়ুন- ‘তুমি গর্বের সঙ্গে উদযাপিত’, ভালোবাসার লিঙ্গবৈষম্য দূর করতে Pride Month-এ বিশেষ বার্তা দিলেন মিমি
করোনার জেরে বন্ধুবান্ধবদের নিয়ে পার্টি করা অসম্ভব। কিন্তু এই পরিস্থিতিতে যেসমস্ত মানুষগুলো দু’বেলা পেট ভরে খেতে পারছে না, যে বাচ্চাগুলো ক্ষুধার্ত রয়েছে, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার উদ্যোগ নিলেন সোনালী। দীর্ঘদিনের বন্ধু ভাস্বর চট্টোপাধ্যায়ের অন্নপূর্ণা ফাউন্ডেশনের মাধ্যমে কালীঘাটের দুঃস্থ, ক্ষুধার্ত মানুষকে পেটপুরে খাওয়ালেন অভিনেত্রী। মেনুতে ছিল ভাট, ডাল, সয়াবিনের তরকারি।
৪০ বছর বয়সে মাতৃত্বের প্রথম স্বাদ পেয়েছেন সোনালী। গত বছর পুজোর সময়ই এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। এরপর থেকেই নানান কাজ, ব্যস্ততা থেকে নিজেকে বিরত রেখেছেন অভিনেত্রী। ৪০-এর কোঠায় দাঁড়িয়েও যে মাতৃত্ব উপভোগ করা যায়, এমন প্রমাণ আগেই দিয়েছেন অভিনেত্রী করিনা কাপুর। সোনালীও সেই একই পথে হেঁটেছেন।
আরও পড়ুন- নিজেকে আমূল পাল্টে ফেলল ‘মিঠাই’, উষ্ণ অবতারে নেট দুনিয়ায় আগুন ধরাচ্ছেন সৌমিতৃষা
আপাতত ছেলেকে নিয়ে বেশ মজায় দিন কাটাচ্ছেন অভিনেত্রী। ছেলের একমাসের জন্মদিনে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের খাওয়ানোর উদ্যোগ যে নজিরবিহীন, তা আর বলার অপেক্ষা রাখে না। অভিনেত্রীর এই কাজের প্রশংসা করেছেন নেটিজেনরা।