বিনোদন

মুম্বইয়ে কনসার্ট চলাকালীন সোনু নিগমের উপর হামলা, হাসপাতালে ছুটলেন গায়ক, কাঠগড়ায় শিবসেনা বাহিনী

মুম্বইয়ের এক অনুষ্ঠানে আক্রান্ত হলেন বলিউডের বিশিষ্ট গায়ক সোনু নিগম। তাঁর সঙ্গে তাঁর দুই সঙ্গীও আক্রান্ত হয়েছেন বলে খবর। গতকাল, সোমবার মুম্বইয়ের চেম্বুর এলাকায় সোনু নিগমের কনসার্ট চলাকালীন গায়ককে হামলা করা হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় আক্রান্ত হয়েছেন সোনুর বন্ধু রব্বানি খান। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

সূত্রের খবর অনুযায়ী, গতকাল, সোমবার সন্ধ্যায় চেম্বুরের অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু। সেই সময় গায়কের ম্যানেজারের সঙ্গে অভব্য আচরণ করেন স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে। গায়কের ম্যানেজারের তরফে এমনটাই অভিযোগ করা হয়েছে।

জানা গিয়েছে, ঠিক সেই সময়ই মঞ্চ থেকে নামছিলেন সোনু নিগমও। অভিযোগ, সোনুকে ধাক্কা মারেন বিধায়কের ছেলে। সোনুকে ধাক্কা দেওয়ার সময় বিধায়কের ছেলে এবং সোনুর মাঝখানে চলে আসেন গায়কের দেহরক্ষী। তাঁকেও ধাক্কা মারা হয় বলে অভিযোগ।

সোনুকে সামলাতে আসেন তাঁর বন্ধু রব্বানি খান। তিনিও তখন আক্রান্ত হন। সূত্রের খবর, প্রায় সাত ফুট নিচে পড়ে যান সোনু নিগমের বন্ধু। বেশ আহত হয়েছেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও। সূত্রের খবর অনুযায়ী, চেম্বুর থানায় বিধায়কের ছেলের নামে অভিযোগ দায়ের করেছেন সোনু নিগম। এই বিষয়ে পুলিশকে খতিয়ে দেখার অনুরোধ জানান তিনি।

Related Articles

Back to top button