সৃজিত মিথিলার জাঁকজমকপূর্ণ রিসেপশন পার্টিতে খাবারের মেনু নজরকাড়া। এখনই পড়ুন

একজন বাংলাদেশের অভিনেত্রী তো অপরজন কলকাতার পরিচালক। হ্যাঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে রফিয়াত রাশিদ মিথিলা এবং সৃজিত মুখার্জিকে নিয়ে। এদিন স্বভূমির রাজ কুটিরে আয়োজিত তাদের রিসেপশন উপলক্ষে কার্যত ছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গার্গী, অনির্বাণ ভট্টাচার্য, সৌরসেনী, মাধবী মুখোপাধ্যায়, অনুপম রায়, রূপম ইসলাম, রুদ্রনীল ঘোষ, অপর্ণা সেন, রাজ চক্রবর্তী ও ইন্দ্রনীল সহ আরও অনেকে।
এছাড়া রিসেপশনের মেনুও ছিল নজরকাড়া। সেলিব্রিটি এই দম্পতির রিসেপশনে ছিল এলাহি আয়োজন। একনজরে দেখে নেওয়া যাক সেই খাবারের তালিকা
পিস পোলাও
রুটি
ডাল মাখানি
আলু ফুলকপির দম
পনির মাখানি
ফিশ ওরলি
কুলচা
কাবাব
চিংড়ির মালাইকারি
মুর্গ জাফরানি কুর্মা
ঠাকুরবাড়ির কষা মাংস
কাঁচাগোল্লা
মিষ্টি দই
নানারকমের সালাড
এদিন মিথিলার পরণে ছিল লাল রঙের শাড়ি, আটপৌড়ে কায়দায় পড়া। আর সৃজিত একটি প্রিন্টেড পাঞ্জাবির সঙ্গে লাল রঙের ধুতি পরেছিলেন। উল্লেখ্য ডিসেম্বরের ৬ তারিখেই বিয়ে সেরেছিলেন সৃজিত মিথিলা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু বিয়েতে উপস্থিত ছিলেন এবং বিয়ের পরের দিনই তারা মধুচন্দ্রিমা উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন সুদূর সুইৎজারল্যান্ডে।