বিনোদন

নতুন সিরিয়াল খুকুমণি হোম ডেলিভারির কারণে বন্ধ হতে চলেছে ‘দেশের মাটি’? খবর শুনে চ্যানেল কর্তৃপক্ষের উপর রেগে আগুন ‘রাম্পি’র ভক্তরা!

বিজ্ঞাপন

মেগা সিরিয়াল ছাড়া মানুষদের জীবন অচল। বিনোদনের রসদ‌ সাধারণ মানুষ খুঁজে পান এই মেগা সিরিয়াল দিয়েই। কিন্তু এবার মনে হচ্ছে নিজেদের প্রিয় ধারাবাহিকগুলির দেখার সময় বদলাতে হবে প্রিয় দর্শকদের। পরিবর্তন আসতে চলেছে স্টার জলসার টাইম স্লটে।

বিজ্ঞাপন

১ নভেম্বর দিয়ে স্টার জলসায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’। দেখানো হবে ০৬.৩০টার স্লটে। তাই সময় পরিবর্তন হবে বাকি ধারাবাহিকের। সবথেকে বেশি প্রভাব পরবে ‘দেশের মাটি’ ধারাবাহিকে। তবে কি ধারাবাহিক বন্ধ হয়ে যাবে? এই প্রশ্ন এখন সবার মনে ঘুরে বেড়াচ্ছে। এদিকে সবেমাত্র শুরু হয়েছে উমা, সর্বজয়া, আয় তবে সহচরী। এরইমধ্যে স্টার জলসায় আরও একটি ধারাবাহিক যোগ হতে চলেছে। এই ধারাবাহিকে খুকুমণির ভূমিকায় দেখা যাবে দীপান্বিতা রক্ষিতকে।

বিজ্ঞাপন

এর আগে তিনি ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রের নাম ছিল চুমকি। খুকুমণিতে অভিনেত্রীর বিপরীতে আছেন রাহুল মজুমদার। সামনে এসেছে ধারাবাহিকের প্রোমো। যেখানে দেখা গিয়েছে মামির সঙ্গে থাকে খুকুমণি। বাবা-মা নেই। সংসার চালাতে বাড়ি বাড়ি গিয়ে খাবার ডেলিভারি দেয় সে। এই কাজের সূত্রেই আলাপ হবে নায়কের সঙ্গে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি ০৬.৩০টা থেকে স্টার জলসায় সম্প্রচার হয় এই ধারাবাহিক তবে ‘দেশের মাটি’ কখন দেখা হবে?

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন
View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

বিজ্ঞাপন

যার জন্য ‘দেশের মাটি’র অনুরাগীরা বেশ চিন্তিত। এমনিতেই ধারাবাহিককে ঘিরে দর্শকদের ভালবাসা তুঙ্গে। ধারাবাহিকে ‘রাম্পি’র জুটিকে বেশ পছন্দ সকলের। সেখানে এই ধারাবাহিককে চ্যানেল কম প্রাধান্য দিচ্ছে জেনে নিন্দে দর্শকদের। ফের আবার ধারাবাহিক বন্ধ হওয়ার ভয় পাচ্ছেন অনুরাগীরা। কিন্তু আপাতত জানা গিয়েছে, এই মুহূর্তে বন্ধ হয়ে যাচ্ছে না ‘দেশের মাটি’। টিআরপি দেখে নেওয়া হবে সিদ্ধান্ত।

কিন্তু এখন চ্যানেল কর্তৃপক্ষের উপর বেজায় ক্ষেপেছেন দর্শকেরা। রাম্পির ভক্তরা ক্ষেপে আগুন। নতুন ধারাবাহিকের প্রোমো দেখে কেউ কেউ মন্তব্য করেছেন, “দেখব দেখব এই সিরিয়াল কত টিআরপি দেয়! আমাদের রাজা-মাম্পিকে কেড়ে নিলেন তো।” অনেকে লিখেছেন, “এতগুলো মানুষের কষ্ট, চোখের জল, হাহাকার আর দীর্ঘশ্বাসের ফল দিতে হবে আপনাদের।” এরকমই নানা মন্তব্য আসতে থাকে দর্শকদের তরফ থেকে।

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading