বিনোদন

মৃত্যুর পাঁচমাস পরেও এখনও জ্বলজ্বল করছে সুশান্তের স্মৃতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেতার পুরনো ভিডিও

গতকাল ছিল ১৪ই নভেম্বর, দীপাবলির রাত। চারিদিকের সব অন্ধকার কাটিয়ে ফের আলোয় ভরিয়ে তোলার দিন। কিন্তু তবুও এতো আলো রোশনাইয়ের মধ্যেও কথাও যেন বিষাদের সুর বেজে উঠেছিল। গতকাল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পাঁচমাস পূরণ হল। কিন্তু এতদিন কেটে গেলেও অভিনেতার ভক্তেরা তাঁকে এখনও ভুলতে পারেনি। প্রায় রোজই কেউ না কেউ সুশান্তকে নিয়ে নানা ভিডিও শেয়ার করে থাকেন। পৃথিবী ছেড়ে চলে গেলেও মানুষের মন থেকে এখনও বিদায় নেন নি সুশান্ত।

সুশান্তের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়াতে তাঁর নানা ভিডিও ও ছবি ভাইরাল হয়। তাঁর সেই হাসি মাখা মুখ, মিষ্টতা ও অহংকারহীন মেজাজ, এখনও তাঁর ভক্তদের কাছে অমলিন। অভিনেতার মৃত্যুর পর তাঁর নানান ভিডিও এমন রয়েছে যা তাঁর ভক্তদের চোখে জল এনে দেয়। সম্প্রতি ফের এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সুশান্ত পশু প্রেম নিয়ে কথা বলেছেন। এই ভিডিওর দ্বারা তিনি দুঃস্থ মানুষদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তাঁর এই ভিডিও দেখে আবেগে ভেসেছে তাঁর ভক্তেরা। এরই সঙ্গে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে সুশান্তকে প্রাণ খুলে হাসতে দেখা গেছে। কালো জ্যাকেট পরে তিনি বলছেন যে ফোর ও ফাইভ মিলে ফরটি ফাইভ হয়।

প্রসঙ্গত, গত ১৪ই জুন অভিনেতার বান্দ্রার ফ্ল্যাট থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। কুপার হাসাপাতালে সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায়, আত্মহত্যাই করেছেন অভিনেতা। কিন্তু তার পরিবার ও ভক্তমহল তা মানতে নারাচ। অভিনেতাকে খুন করা হয়েছে বলে সন্দেহের আঙ্গুল উঠে সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীর দিকে। কিন্তু, দিল্লির এইমস-এর বিশেষজ্ঞ চিকিৎসকের দল সুশান্তের ভিসেরা রিপোর্ট পরীক্ষা করে জানান যে, সুশান্ত আত্মহত্যাই করেছেন, খুন হয়নি তাঁর।

উল্লেখ্য, টেলিভিশনের পর্দা থেকে সিনেমা জগতের পর্দা পর্যন্ত সুশান্তের বিশিষ্ট কেরিয়ার মূল ভূমিকা পালন করেছিলেন। ‘পবিত্রা রিস্তা’ দিয়েই তিনি টেলি জগতে বেশ জনপ্রিয় হন। তারপর বলিউডে একের পর এক হিট উপহার দিয়েছিলেন। ২০১৬ তে ‘এম.এস.ধোনি’ ছবিতে ধোনির ভূমিকায় অভিনয় করে বেশ সুপারহিট হন অভিনেতা। তারপর ‘কেদারনাথ’ সিনেমার জন্যও বেশ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। সুশান্তের মৃত্যুর পর তাঁর শেষ সিনেমা ‘দিল বেচারা’ হটস্টার ডিজনিতে মুক্তি পায় যা সুপার ডুপার হিট হয়। কিন্তু সুশান্তের এভাবে চলে যাওয়া একেবারেই মেনে নিতে পারেন নি তাঁর ভক্তেরা।

debangon chakraborty

Related Articles

Back to top button