বিনোদন

মৃত্যুর ঠিক আগেই নমিনি হিসেবে রিয়ার নাম বদল, সুশান্তের মৃত্যুর তদন্তে উঠে এল নয়া তথ্য

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছে প্রায় এক বছরেরও বেশি হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর মৃত্যু রহস্য উদ্ধার হয়নি। সিবিআই এই রহস্যের তদন্ত করলেও এখনও পর্যন্ত কোনও কিছু জানা যায়নি।

গত বছর ১৪ই জুন তারিখে বান্দ্রার ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্তের নিথর দেহ। এই মৃত্যু আদৌ আত্মহত্যা নাকি খুন, তা এখনও জানা যায়নি। এই নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যায় এই ঘটনা নিয়ে। ‘জাস্টিস ফর সুশান্ত’ ট্রেন্ডও হয় নেট মাধ্যমে।

সুশান্তের মৃত্যুর রহস্যের কিনারা করতে গিয়েই বলিউডের সঙ্গে ড্রাগসের সম্পর্কের কথা বেরিয়ে। অভিনেতার মৃত্যুতে আঙুল উঠেছিল তাঁর বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীর দিকে। রিয়ার মতে সুশান্ত নাকি মানসিক অবসাদগ্রস্ত ছিলেন। কিন্তু কী কারণে এই অবসাদ বা সুশান্ত এমন একটা সিদ্ধান্ত কেন নিলেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

আরও পড়ুন- করিনার ছোটো ছেলের প্রথম রাখি, ভালোবাসায় ভরা রাখি পরিয়ে দিল দিদি ইনায়া, আদুরে ছবি পোস্ট সোহার

তবে আশ্চর্যের ব্যাপার হল, সম্প্রতি একটি নতুন তথ্য উঠে এসেছে যা ফের নতুন করে রিয়াকে সন্দেহ করার উদ্রেক প্রকাশ করেছে। জানা গিয়েছে, মৃত্যুর কিছুদিন আগেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি রিয়ার নাম থেকে বদলে নিজের দিদি শ্বেতাকে করেছিলেন সুশান্ত। এর থেকেই প্রশ্ন উঠেছে যে তাহলে কী সুশান্ত আগের থেকেই কিছু বুঝতে পেরেছিলেন? এই কারণেই এমন সিদ্ধান্ত? এখনও সুশান্তের ভক্তরা আশায়া রয়েছেন কবে তারা মৃত্যু রহস্যের কিনারা হবে।

গতবছর আন্দোলনের আঁচ ব্যাপকভাবে থাকলেও বছর পেরোতেই সুশান্তের জন্য বিচার চাওয়া অনেকটাই কমে গিয়েছিল। তবে সম্প্রতি রাখি বন্ধন উপলক্ষ্যে সুশান্তের দিদি শ্বেতা ভাইয়ের একটি পুরনো ছবি শেয়ার করেছিল। এরপর থেকেই ফের নেটপাড়ায় ট্রেন্ডিং হতে শুরু করেছে ‘জাস্টিস ফর সুশান্ত’।

শুধু তাই-ই নয়, এর সঙ্গে রয়েছে রিয়া চক্রবর্তীকে গ্রেফতারের দাবীও। কারণ নেটিজেনদের একাংশের ধারণা, যদি রিয়া নির্দোষই হবেন, তাহলে সুশান্ত হঠাৎ কেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি বদল করলেন।নেটিজেনদের ধারণা, সুশান্ত হয়তো আগে থেকেই কিছু বুঝতে পেরে এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন।

debangon chakraborty

Related Articles

Back to top button