বেঁচে উঠলেন সুশান্ত সিং রাজপুত! ফেসবুকে ঘটে গেল অলৌকিক ঘটনা, শোরগোল নেটপাড়ায়

আবার ফিরে এসেছেন সুশান্ত সিং রাজপুত, বেঁচে উঠেছেন এই প্রতিভাবান অভিনেতা। এমনটাই ঘটেছে সম্প্রতি যা দেখে কেঁপে উঠলো নেটপাড়া। অভিনেতার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এমন কিছু হয়েছে যা অবিশ্বাস্য।
গত বছরে ১৪ই জুন বলিউডের এই জনপ্রিয় অভিনেতার মৃত্যু হয়।মুম্বাইয়ের বান্দ্রা থেকে তার নিজস্ব ফ্ল্যাটেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়।তার মৃত্যু নিয়ে রহস্য এখনও অব্যাহত। খুন নাকি আত্মহত্যা? এই দুটির মধ্যে এখনো থমকে আছে সুশান্তের মৃত্যু রহস্য।সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা “দিল বেচারা” হটস্টার প্লাটফর্মে মুক্তি পায়।
কিন্তু হঠাৎই নেট মাধ্যমে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। ফিরে এলেন সুশান্ত সিং রাজপুত। সুশান্তের সোশ্যাল মিডিয়ায় গত বুধবার নতুন প্রোফাইল পিকচার আপলোড করা হয়।স্বাভাবিকভাবেই বিচিত্র এই ঘটনায় চমকে যান সকলেই। কমেন্ট বক্সে উপচে পড়ে আবেগের বিস্ফোরণ , পাশাপাশি অনেকেই ব্যঙ্গ করে।
প্রায় সকলেরই একটি প্রশ্ন, তিনি তো প্রয়াত, তবে তাঁর প্রোফাইলে ছবি কে আপলোড করছে? কেউ কেউ আবার মিম বানানোর উৎসাহ পেয়ে গিয়েছেন। বিভিন্ন ছবি আপলোড করে ব্যঙ্গাত্মক মেজাজে লিখছেন, ‘বেঁচে আছেন!’ অনেকে আবার বিষয়টিকে ‘অলৌকিক’ বলে দাবি করছেন।সুশান্তের এই প্রোফাইলে দেখা যাচ্ছে, অভিনেতার মৃত্যুর পর মোট তিনটি পোস্ট করা হয়।অভিনেতাকে নিয়ে লেখা কিছু কথা পোস্ট হয় সোশ্যাল মিডিয়ায়।
একথা নিশ্চিত, অভিনেতার ফেসবুক টিম এখনও ওই প্রোফাইলের দায়িত্বে আছেন।অথবা প্রয়াত অভিনেতার কোনও বন্ধু বা পরিবারের সদস্য সেই প্রোফাইলটি সামলাচ্ছেন। কিন্তু হঠাৎ করেই প্রোফাইল ছবি বদল দেখে চমকে গেছেন অনেকেই।