বিনোদন

‘চকোলেট খেয়েছি মোটা টাকার ঘুষ নয়’, কার্নিভালে মুখ্যমন্ত্রীকে প্রণাম জানিয়ে ট্রোলড, কটাক্ষের জবাব দিলেন স্বস্তিকা

রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে উপস্থিত ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এদিন মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেন তিনি। তাঁর কাছ থেকে পান চকোলেটও। আর সেই নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার নিজের দিকে আসা সমস্ত কটাক্ষের জবাব দিলেন অভিনেত্রী।

শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেন স্বস্তিকা। কার্নিভালে গিয়ে তাঁর অভিজ্ঞতার কথা জানান তিনি। কলকাতা পুলিশের প্রশংসা করেন। মুখ্যমন্ত্রীর থেকে চকোলেট উপহার পাওয়ার কথাও জানান। এরপরই তাঁর দিকে নানান প্রশ্ন ধেয়ে আসে যে কেন তিনি কার্নিভালে অংশ নিয়েছেন।

এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে স্বস্তিকাকে কটাক্ষ করে শ্রীলেখা লেখেন, “আমার খামতি দিদিমণি। আপনি চোখে আঙুল দিয়ে আমায় দেখিয়ে দিলেন খামতিটা কোথায়, আপনাদের মতো হতে পারলাম না এটাইতো? ঝুঁকুন ঝুঁকুন পায়ের তলার তল ঠিক পেয়ে যাবেন। কারেক্ট আছে”।

এমন নানান কটাক্ষের জবাব দিয়ে স্বস্তিকা জানান যে ৯৫টিরও বেশি ক্লাব কার্নিভ্যালে অংশ নেয়। সেই ক্লাবের পুজো দেখতে হাজার হাজার মানুষ গিয়েছিলেন। রাজ্যের খারাপ অবস্থার কথা ভেবে কেউ পুজো বয়কট করেননি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পর তাঁকে বিজয়ার নমস্কার জানানো সৌজন্য ও ভদ্রতা বলে বলেই জানান অভিনেত্রী। পাশাপাশি চকোলেট দেওয়াও মুখ্যমন্ত্রীর ইচ্ছে বলে জানান তিনি।

স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায় লেখেন, “চকোলেট নিয়েছি ইলেকশন টিকিট নয়, চকোলেট খেয়েছি মোটা টাকার ঘুষ নয়। আমরা একটা সভ্য দেশে বাস করি, বর্বর নই। কাল দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেও একই ভাবে নমস্কার করব কারণ সেটাই ঠিক। মাননীয়া মুখ্যমন্ত্রীর ব্যক্তিত্বকে আমি শ্রদ্ধা করি। তার মানে রাজনৈতিক মতবিরোধিতার সঙ্গে আপস করা নয়। যেটা অন্যায় তা নিয়ে নিশ্চয়ই বলব। কিন্তু পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে আমায় জেহাদ ঘোষণা করতেই হবে নাহলেই আমার মেরুদণ্ড ধসে পড়বে এমন কোনও দাসখত আমি লিখিনি। আর আমার ধ্যান ধারণা বিবেক বিচার আপনাদের কথায় ওঠানামা করে না”।

তিনি আরও লেখেন যে এরপর যদি কোনও অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা হয়, তাহলে তিনি এই একইভাবে তাঁকে নমস্কার করবেন। স্বস্তিকার কথায়, “অসভ্য হওয়ার জন্য যে শিরদাঁড়াহীনতা লাগে সেটাও আমার নেই। তাই বেশ করেছি”।

Related Articles

Back to top button