হৃত্বিক-কঙ্গনার ই-মেল বিতর্ক মামলায় নয়া মোড়, “একটা ছোট্ট সম্পর্কের জন্য আর কতদিন কাঁদবে”, টুইটে কটাক্ষ অভিনেত্রীর

একের পর এক আইনি ঝামেলায় জড়িয়ে পড়ছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ২০১৬ সালের হৃত্বিক-কঙ্গনা ই-মেল বিতর্কের মামলা এবার সাইবার সেল থেকে গেল ক্রাইম ব্রাঞ্চের ইন্টেলিজেন্স ইউনিটের কাছে। এই ঘটনা জানার পর ফের একবার টুইট বোমা ফাটালেন অভিনেত্রী। হৃত্বিককে কটাক্ষ করে লিখলেন “আর কত কাঁদবে”।
এই ই-মেল বিতর্ক মামলা এতদিন মুম্বই পুলিশের সাইবার প্রতারণার হাতে ছিল, কিন্তু চার বছর কেটে গেলেও এই মামলা বিশেষ এগোয়নি। এই কারণেই নয়া পদক্ষেপ নিতে বাধ্য হলেন হৃত্বিক। এই কারণেই গতকাল, সোমবার এই মামলা তুকে দেওয়া হল ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটের হাতে।
এই নিয়েই হৃত্বিককে কটাক্ষ করে কঙ্গনা টুইট করে, “আবার ওঁর কাঁদুনি শুরু হল। আমাদের ব্রেকআপের এত বছর হয়ে গেছে, তাও ও এগিয়ে যাচ্ছে না। আমি আমার ব্যক্তিগত জীবনে আশার আলো খোঁজার চেষ্টা করছি, এখন ওঁর এই নাটক শুরু হল। একটা ছোট্ট সম্পর্কের জন্য আর কতদিন কাঁদবে?”
https://twitter.com/KanganaTeam/status/1338501787326631938
ঘটনার সূত্রপাত ২০১৬ সালে। এই সময় এক সাক্ষাৎকারে কঙ্গনা হৃত্বিককে ‘সিলি এক্স’ বলে খোঁচা দেন। এরপরই কঙ্গনার তাঁকে মেল করে উত্যক্ত করার অভিযোগ দায়ের করেন হৃত্বিক। অভিযোগ তোলেন, ২০১৩ থেকে ২০১৪সালের মধ্যে কঙ্গনার ই-মেল অ্যাকাউন্ট থেকে তাঁকে প্রায় ১৪৩৯ টি মেল পাঠানো হয়েছে। এর ফলে তাঁর উপর মানসিক চাপের সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। হৃত্বিকের আইনজীবী দাবী করেন কঙ্গনার কিছু মন্তব্যে তাঁর মক্কেলের মানহানি হয়েছে। এর ফলে ই-মেল পাঠানো ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৯ –এর ৬৬ ধারায় মামলা রুজু হয়। সেই মামলার তদন্তই এখন গেল ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটের হাতে।
প্রসঙ্গত, ২০১৩ সালে ক্রিশ-থ্রি ছবিতে হৃত্বিকের সঙ্গে অভিনয় করেন কঙ্গনা। তখন থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। এরপর করণ জোহরের পার্টিতে তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। কঙ্গনা হৃত্বিকের সঙ্গে তার সম্পর্কের কথা বারবার দাবী করলেও, হৃত্বিক বরাবরই তা উড়িয়ে দিয়েছেন।