উৎসববিনোদন

কলকাতার দুর্গা পুজোতে কার্তিক ঠাকুরের মুখ সুশান্ত সিং রাজপুতের আদলে! জেনে নিন এই প্যান্ডেলের গল্প

বিজ্ঞাপন

তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন চার মাসের বেশি সময় হল কিন্তু ভারতীয় না যে তাকে ভুলতে পারেনি একথা দিনের আলোর মতো স্পষ্ট। তাই এবার বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা মণ্ডপ সাজানো হচ্ছে তার মুখাবয়ব দিয়ে। পটচিত্রে আঁকা থাকবে তার মুখ। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর প্রতি এভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছে কলকাতা। কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সংঘের মন্ডপ এর মূল থিম এবার সুশান্ত সিং রাজপুত।

বিজ্ঞাপন

স্বাভাবিকভাবেই বিষয়ের অভিনবত্বের কারণে সংবাদ শিরোনামে উঠে আসছে এই প্যান্ডেলটি। এই পুজোর এবার ৬৮ বছর। করোনার কারণে বাজেট স্বাভাবিকভাবেই কমেছে কিন্তু তার মধ্যেই সুশান্তকে শ্রদ্ধার্ঘ্য জানাতে এগিয়ে এসেছেন এই প্যান্ডেলের কর্মকর্তারা। জানা যাচ্ছে যে কার্তিক ঠাকুরের মুখ সুশান্ত সিং রাজপুত এর আদলে করা হতে পারে।

বিজ্ঞাপন

ক্লাবের সেক্রেটারি শিমুল মজুমদার জানালেন সুশান্ত সিং রাজপুত ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করে বাঙালিকে মুগ্ধ করেছিলেন। আমরা একজন সুদক্ষ অভিনেতা কে হারিয়েছি। সুদর্শন বাঙালি পুরুষ মাত্রই তাকে আমরা কার্তিক ঠাকুর বলে ডাকি। আর সুশান্তের চেহারার গঠন একদম কার্তিক ঠাকুরের সঙ্গে কিন্তু মিলে যায়। তাই আমরা ঠিক করেছি যে এবছর কার্তিক ঠাকুর কে আমরা সুশান্ত সিং রাজপুতের আদলেই দেখানোর চেষ্টা করব।

বিজ্ঞাপন

শিল্পী মানুষে জানাচ্ছেন যে এই বছর এই পুজোর থিম, মুক্তিপথের সন্ধানে মহিষাসুরমর্দিনী উপাখ্যান।গোটা মণ্ডপটি সাজানো হচ্ছে বিভিন্ন হস্তশিল্প দিয়ে কারণ করোনার জন্য এবার কোন মেলা না বসায় সেই ক্ষতিগ্রস্ত শিল্পীদের পাশে দাঁড়াতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে ক্লাবটি।

বিজ্ঞাপন

মানসবাবুও জানাচ্ছেন যে, ‘‘মহিষাসুরমর্দিনী নিয়ে কখনও ছবি হলে সুশান্তই হয় তো কার্তিকের ভূমিকায় অভিনয় করতেন। তাই অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে পটচিত্রে আঁকা থাকবে তাঁর মুখ। সেই পটচিত্র রাখা থাকবে মণ্ডপে।’’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading