এম এস ধোনি সিনেমায় সুশান্তের বিপরীতে অডিশন দিয়েছিলেন এই বঙ্গ তনয়া! চেনেন তাকে?

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক বছর পেরিয়ে গেলেও তার অভিনীত সিনেমা আজও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে একই রকম ভাবেই। নীরজ পাণ্ডে পরিচালিত এম এস ধোনি সুশান্ত সিং রাজপুতের জীবনের অন্যতম জনপ্রিয় একটি সিনেমা। বলিউডের অন্যতম ব্লক বাস্টার সিনেমার মধ্যে ছিল এটি একটি। এই সিনেমায় অডিশনের জন্য ডাক পড়েছিল বাঙালি অভিনেত্রী ত্রিধা চৌধুরীর। একাধিক ওয়েব সিরিজ সহ সৃজিত মুখোপাধ্যায়ের মিশর রহস্য সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ তিনি। পাশাপাশি তার ফ্যাশন ফটোগ্রাফি নিয়ে নেট মাধ্যমে সর্বদা আলোচনা হয়। দিশা পাটানির আগে তিনি সুশান্তের সাথে অডিশন দেন।
এই সুশান্ত সিং রাজপুতের সাথেই অডিশন দিয়েছিলেন বাঙালি অভিনেত্রী ত্রিধা চৌধুরী। সেই যে হলুদ পাখি কিংবা সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মিশর রহস্য সিনেমার অন্যতম অভিনেত্রী ত্রিধা যথেষ্ট জনপ্রিয় মুখ। এম এস ধোনি সিনেমায় তিনি সুশান্তের পাশে বসেই অডিশন দিয়েছিলেন।পরিচালক নীরজ পাণ্ডের অফিসে অডিশন দেওয়ার ডাক পান তিনি। কিন্তু শেষ মুহূর্তে দিশা পাটানি নির্বাচিত হন।
সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে ত্রিধা চৌধুরী সুশান্ত সিং রাজপুত এর সাথে কাটানো মুহূর্ত স্মৃতি ভাগ করে নেন। সিনেমার চিত্রনাট্য লেখার সময় অভিনেতা নানা ভাবে তাকে সাহায্য করেন। সেই স্মৃতি আজও একই ভাবে উজ্জ্বল।পাশাপাশি সুশান্তের অভিনয় সৌজন্য বোধ দেখে মুগ্ধ তিনি।
কথায় কথায় রিয়া চক্রবর্তী প্রসঙ্গ এলে তিনি খানিকটা বিরক্তি প্রকাশ করেন। তারপরেই তিনি জানান রিয়া অত্যন্ত দাম্ভিক একজন মানুষ। তারা দুজনে একসাথে কাজ করতে গিয়ে তিনি রীতিমত বিরক্ত। তার ব্যবহার নিয়েও ক্ষুব্ধ ত্রিধা।
সাক্ষাৎকারে তিনি আরো জানান “শ্যুটিং এর সময়টুকু ছাড়া আমাদের মধ্যে বিশেষ তেমন কোনও কথাই হতো না।এককথায় অত্যন্ত পেশাগত সম্পর্ক ছিল আমাদের। আর তাছাড়া রিয়া নিজেকে নিয়েই সবসময় প্রচন্ড ব্যস্ত থাকত। বর্তমানে রিয়া এবং আমার মধ্যে প্রচুর কমন ফ্রেন্ড থাকা সত্বেও ওঁর সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখিনি আমি’।