বিনোদন

এ সপ্তাহে কী তাহলে পেঁপে দিয়ে মিঠাইরানীকে চেপে দিতে পারল খুকুমণি, টিআরপির তালিকায় বড়সড় হেরফের

বিজ্ঞাপন

এই মুহূর্তে বাংলা টেলিভিশন জগতের সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হল জি বাংলার ‘মিঠাই’। টানা ৩৫ সপ্তাহ ধরে টিআরপির তালিকায় শীর্ষস্থানে রয়েছে এই ধারাবাহিক। তবে গত কিছু সপ্তাহ ধরে মিঠাইকে টেক্কা দিচ্ছে স্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’।

বিজ্ঞাপন

বছরের ৪৮তম সপ্তাহে খুকুমণি হোম ডেলিভারি টিআরপির তালিকায় পেয়েছিল দ্বিতীয় স্থান। খুকুমণির ‘পেঁপে দিয়ে চেপে, হামানদিস্তায় বেটে’ সংলাপ এখন বেশ হিট। সকলের মুখে মুখে ঘুরছে এই সংলাপ। তাহলে কী এই সপ্তাহে মিঠাইরানীকে চেপে দিতে পারল খুকুমণি?

বিজ্ঞাপন

না, তেমনটা ঘটেনি। এই সপ্তাহেও সেরার সেরা সেই ‘মিঠাই’-ই। ১১.৫ রেটিং পয়েন্ট নিয়ে টিআরপির তালিকায় প্রথম হয়েছে মোদক পরিবার। অন্যদিকে, এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ‘খুকুমণি হোম ডেলিভারি’, ‘উমা’ ও ‘যমুনা ঢাকি’। তিন নম্বরে রয়েছে ‘সর্বজয়া’। এদিকে পিহু ও ঋষির রোম্যান্সের কারণে পাঁচ নম্বরে উঠে এল ‘মন ফাগুন’।

বিজ্ঞাপন

এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা

বিজ্ঞাপন

মিঠাই-                                ১১.৫ (প্রথম)

খুকুমণি হোম ডেলিভারি-    ৯.০ (দ্বিতীয়)

বিজ্ঞাপন

উমা-                                   ৯.০ (দ্বিতীয়)

যমুনা ঢাকি-                        ৯.০ (দ্বিতীয়)

সর্বজয়া-                             ৮.৩ (তৃতীয়)

অপরাজিতা অপু-               ৮.১ (চতুর্থ)

মন ফাগুন-                         ৭.৫ (পঞ্চম)

খেলাঘর-                             ৭.২ (ষষ্ঠ)

গঙ্গারাম-                             ৭.২ (ষষ্ঠ)

রাণী রাসমণি-                      ৭.০ (সপ্তম)

আয় তবে সহচরী-               ৭.০ (সপ্তম)

শ্রীময়ী-                               ৭.০ (সপ্তম)

ধুলোকণা-                           ৭.০ (সপ্তম)

কড়ি খেলা-                         ৬.৯ (অষ্টম)

কৃষ্ণকলি-                            ৬.৯ (অষ্টম)

এই পথ যদি না শেষ হয়-     ৬.৭ (নবম)

খড়কুটো-                            ৬.৪ (দশম)

বরণ-                                   ৬.৪ (দশম)

এদিকে রিয়্যালিটি শো-এর মধ্যে বাজিমাত করেছে ‘ডান্স বাংলা ডান্স’। ৭.১ রেটিং পয়েন্ট পেয়েছে এই ডান্স রিয়ালেটি শো। সৌরভ সঞ্চালিত ‘দাদাগিরি’র টিআরপি ৬.৬। আর অন্যদিকে স্টার জলসার রিয়্যালিটি শো সুপার সিঙ্গারের টিআরপি অনেকটা বেড়ে দাঁড়িয়েছে ৫.৩-এ।

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading