সর্বজয়ার নয়া প্রোমো দেখে হাড় হিম দর্শকদের, দুর্গা মায়ের সামনেই কি মুছবে সিঁথির সিঁদুর?

জি বাংলার ধারাবাহিকগুলো এমনিতেই বেশ জনপ্রিয়। বিভিন্ন টুইস্ট কারণে এই চ্যানেলের ধারাবাহিক গুলোকে সাধারণ মানুষ বেশ পছন্দ করেন। সন্ধ্যা হলে চায়ের কাপ নিয়ে জি বাংলার সামনে বসে পড়েন মা কাকিমারা।
এই মুহূর্তে টিআরপি তালিকায় কামাল দেখাচ্ছে সর্বজয়া। শুরু হওয়ার এক মাসের মধ্যেই টিআরপি চার্টে প্রথম তিনে চলে এসেছে এই ধারাবাহিক। দেবশ্রী রায়ের ছোটপর্দায় ডেবিউ ভালোভাবেই হয়েছে বলা যায়। তবে এবার ধারাবাহিকের যে প্রোমো সামনে এসেছে তা দেখে আঁতকে উঠেছেন দর্শকরা।
দুর্গাপুজোয় ঠাকুরের সামনে দাঁড়িয়ে বিপদের মুখে পড়তে যাচ্ছে সর্বজয়া, মাথার উপর ভেঙে পড়তে যাচ্ছিল ঝাড়বাতি। তার স্বামী তা দেখতে পেয়ে এক ধাক্কায় সরিয়ে দেন, মাটিতে পড়ে যায় সে। প্রোমো অনুযায়ী ঝাড়বাতি পড়বে তার স্বামীর মাথাতে। তবে কি দুর্গা মায়ের সামনেই সিঁথির সিঁদুর মুছবে সর্বজয়ার?
এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মধ্যে। তাদের গা কেঁপে উঠেছে প্রোমো দেখে। সকলেই চাইছেন যেন অঘটন না ঘটে। সকলেই অপেক্ষা করে আছেন এই এপিসোড দেখার জন্য।