এবার নুসরাতের রেডিও শোতে যশ দাশগুপ্ত! যশরত জুটির গোপন কথা ফাঁস হবে রেডিওতে?

বর্তমানে টলিউডের জনপ্রিয় জুটি যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান।কিছু মাস আগেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন নুসরত। তার মধ্যেই অবশ্য কাজের কোনো খামতি রাখেননি এই অভিনেত্রী। এনা সাহা প্রযোজিত সিনেমায় গানের শুটিং করেছেন কাশ্মীরে গিয়ে। সেখানে স্বামী যশ দাশগুপ্তকে নিয়ে শুটিং করেন। তার মধ্যেই চলছে জয় মা কালী কলকাতাওয়ালি সিনেমার শুটিং। নিজের অঞ্চল অর্থাৎ বসিরহাট কেন্দ্র নিয়েও খোঁজ খবর রাখতে ভোলেননি অভিনেত্রী।
এরমধ্যেই বেসরকারি এক রেডিও চ্যানেলের সঞ্চালনার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।১০৪.৮ ইশক এফএমে একটু শো তে সঞ্চালনা করবেন নুসরত জাহান।সূত্রের খবর মদন মিত্র, ঋতাভরী, তনুশ্রী চক্রবর্তী-র পর এবার নুসরতের রেডিও শো-তে থাকতে চলেছেন যশও। যা নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে।
অভিনেতা যশ দাশগুপ্তের জন্মদিনে নিজেই তাদের স্বামী স্ত্রী সম্পর্কে সিলমোহর দিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান।শুভ দীপাবলি মুহূর্তে নিজের সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নুসরত। পাশাপাশি বাবা হিসেবে যশ ১০এর মধ্যে ১১ পাবেন বলেও দাবি করেন।
নুসরতের এই রেডিও শো তে যশ দাশগুপ্ত হাজির হলে স্বাভাবিক ভাবেই তার অন্য মাত্রা নেবে একথা বলার অপেক্ষা রাখে না।অভিনেত্রী ইতিমধ্যেই জানান তাঁর শো-র অতিথিদের জীবনের আনকাট দিক উঠে আসবে, অর্থাৎ নো-ফিল্টার। রিল থেকে রিয়েল, অকপট সত্যি থাকবে দর্শক-শ্রোতাদের জন্য।