বিনোদন

বিজেপিতে যোগ দিতে পারেন নুসরতের কাছের মানুষ, জল্পনা তুঙ্গে

টলিউড অভিনেতার যশ দাশগুপ্তের সঙ্গে অভিনেত্রী নুসরত জাহানের সম্পর্ক নিয়ে চলছে গুঞ্জন। ‘এসওএস কলকাতা’ ছবির পর থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠতা লক্ষ্য করা গিয়েছে। যশের জন্যই নাকি নুসরত ও নিখিল জৈনের বিবাহিত সম্পর্কের মধ্যে ভাঙন দেখা দিয়েছে। আলাদা থাকতে শুরু করেছেন তাঁরা। এমনকি, ইনস্টাগ্রাম থেকেও একে অপরকে আনফলো করে দিয়েছেন নুসরত ও নিখিল।

যশ ও নুসরতকে কখনও দেখা গিয়েছে একসঙ্গে ঘুরতে যেতে, আবার কখনও তাদের একসঙ্গে দেখা মিলেছে দক্ষিণেশ্বর মন্দিরে। তাদের সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে টলিপাড়ার অন্দরে। তবে দুই তারকাই নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলূপ এঁটেছেন। এই নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ তাঁরা।

এরই মধ্যে শোনা যাচ্ছে যে যশ দাশগুপ্ত হয়ত বিজেপিতে যোগ দিতে পারেন। বাংলায় জয়ের জন্য বেশ কোমর বেঁধেই ময়দানে নেমেছে বিজেপি। তৃণমূল থেকে একাধিক নেতা-মন্ত্রী-বিধায়ক গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। কিছুদিন আগে হাওড়ার ডুমুরজোলা সভাতেও বেশ কিছু তারকা বিজেপিতে যোগ দিয়েছেন।

এর মধ্যে গুঞ্জন উঠছে যে যশও হয়ত সেই পথেই হাঁটবেন। ইতিমধ্যেই, গতকাল বৃহস্পতিবার যশ এক বিজেপি নেতার সঙ্গে দেখা করতে যান। এই নিয়েই শুরু হয়েছে জল্পনা। যদিও এই বিষয়ে যশের থেকে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, সেই বিজেপি বেতা অবশ্য বলেছেন যে যশ খুব শীঘ্রই বিজেপিতে আসছেন। শুধু যশই নন, তাঁর সঙ্গে ছোটো পর্দার বেশ কিছু তারকাও বিজেপিতে যোগ দেবেন। এদিন যশের সঙ্গে তাঁরাও এই বিজেপি নেতার সঙ্গে দেখা করতে আসেন।

এদিকে, তৃণমূল সাংসদ নুসরত জাহান প্রতিনিয়ত বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে চলেছেন। নানান ঘটনায় বিজেপিকে বাক্যবাণে বিদ্ধ করেন নুসরত। এরই মধ্যে তাঁর ‘কাছের মানুষ’-এর সেই বিজেপিতে যোগ দেওয়ার ঘটনাতে তিনি কী প্রতিক্রিয়া দেন, এখন সেটাই দেখার।

debangon chakraborty

Related Articles

Back to top button