বিনোদন

ঈশানকে নিয়ে কাশ্মীরের বুকে নতুন সিনেমার জন্য গানের শুটিং করলেন যশ নুসরত!

শীতের প্রাক মুহূর্তে কাশ্মীর সর্বদা বাঙালির কাছে ভালোবাসার জায়গা। ভালোবাসা প্রেম এই মুহুর্তের অন্যতম নাম যশ নুসরত জুটি। কাশ্মীরের বরফে ঘেরা শহরে কোন সময় রোদ তো আবার মেঘলা আবহাওয়া। আর তার মাঝেই হাজির নুসরত এবং যশ। শিলাদিত্য মৌলিকের পরবর্তী সিনেমা চিনেবাদাম সিনেমার গানের শুটিং করতে এসেছে পুরো দল। তার মাঝেই পরের ছবির গানের ভিডিওতে শুটিং করলেন যশ এবং নুসরত।

রোমান্টিক এই পরিবেশে দুটি গানের মিউজিক ভিডিও শুটিং করলেন শুটিং করলেন এনা সাহা এবং শিলাদিত্য মৌলিক।তবে সূত্রের খবর , ২ না সংখ্যাটা এখন ৩।চিনে বাদাম’ ছবির একটি গান, প্রযোজনা সংস্থার মিউজিক ভিডিয়োর পাশাপাশি আগামী ছবির প্রথম গানেরও শ্যুট হল কাশ্মীরে। যদিও সিনেমার নাম এখনো ঠিক হয়নি।কিন্তু সিনেমার আকর্ষণ যশ নুসরত জুটি। গানের দৃশ্যর শট নিয়েছেন শিলাদিত্য মৌলিক নিজেই।বলিউড থেকে নাচের প্রশিক্ষক আদিলের আসার কথা থাকলেও আসতে পারেনি তিনি।

সংস্থার প্রযোজক তথা এনা সাহার মা বনানী সাহা জানান‘‘অনবদ্য অভিজ্ঞতা। একসঙ্গে রোদ, বৃষ্টি, বরফ সব পেয়েছি। আমাদের চোখে কাশ্মীর-ই ভারতীয় সুইৎজারল্যান্ড!’’ পাশাপাশি তিনি প্রশংসা করেন যশ নুসরত ও। ধসের কারণে কিছু অঞ্চলে রাস্তা বন্ধ ছিল।কিছুটা রাস্তা আমাদের সাথে দুজনেই হেটে উঠেছে , কোনো বায়নাক্কা ছিল না।

পাশাপাশি তিনি আরো জানান কাশ্মীরের বাসিন্দারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভীষণ পছন্দ করেন। আমরা তাঁর রাজ্য থেকে এসেছি শুনে শ্যুটে খুব সাহায্য করেছেন। আমাদের ৩০ জনের দল রাজার হালে ছিল।’’ এনা কলকাতায় ফেরার পরেই সিনেমার বাকি অভিনেতা এবং নাম ঠিক হবে।

debangon chakraborty

Related Articles

Back to top button