Big News: তাসের ঘরের মতো ভেঙে পড়ল যশ এবং নুসরাতের সংসার! দুজনের বক্তব্য দেখে জোর জল্পনা

কয়েক মাস আগেই সন্তানের জন্ম দিয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। তার সন্তানের পিতা যশ দাশগুপ্ত, সেকথাও কয়েক দিন পরেই জানা গেছে। তিনি যে যশকে এর মাঝে বিয়েও করে ফেলেছেন সেটাও জানা গেছে তার ইনস্টাগ্রাম পোস্ট থেকে।
তবে এবার দুজনের ইনস্টা স্টোরি দেখে তাদের সংসার ভেঙ্গে যাওয়ার জল্পনা উঠলো। তুমি তো এখন দুজনেই ইনস্টাগ্রামে একসঙ্গে পোস্ট দেন। দিওয়ালিতে সামনে এসেছিল যশের ছেলে ঈশানের ছবি। কিন্তু সম্প্রতি ইনস্টাগ্রামের পোস্টে পাওয়া গেল ভাঙ্গনের ইঙ্গিত।
নুসরাত জাহান তার ইনস্টা স্টোরি তে পোস্ট দিয়েছেন যেখানে শান্তি নেই সেই জেলখানাতে থেকে লাভ কী? তার কিছুক্ষণ পরেই পাল্টা যশ দাশগুপ্ত পোস্ট দিয়েছেন যে জেলখানার দরজা খোলাই রয়েছে সেখানে থেকেই লাভ কী? এই ঘটনা থেকে অনেকে মনে করছেন দুজনের সুখের সংসারে বোধহয় কোনো অশান্তি লেগেছে সেইজন্য নুসরাত জাহানের নিজের সংসারটাকে জেলখানা লাগছে। আবার অনেকে বলছেন মজা করেই এই ইনস্টা স্টোরি খেলা চলছে তাদের মধ্যে। সত্যিটা কী এখন সেটাই দেখার।