উৎসব

ধনতেরাসে হয় যমরাজের পুজো! জানুন যমদীপ সম্পর্কে

আজ ২রা নভেম্বর গোটা দেশ জুড়ে পালিত হল ধনতেরাস অর্থাৎ ধনত্রয়োদশী। আজকের দিনে কোন ধাতব বস্তু বলে মনে করা হয়। কথিত আছে আজকের দিনে সোনা বা রূপো কিনলে তা ১৩ গুণ বৃদ্ধি পায়।

আজকের দিনে যমরাজ কে পুজো করা হয় সেটা কি জানতেন? সারা বছরে এই একটা দিনই যমরাজ কে পুজো করা হয়। বাড়িতে এই সময় জালানো হয় একটি চতুর্মুখী প্রদীপ। যার নাম যমদীপ।

বাড়ির সদর দরজার ডান দিকে রাখতে হয় এই প্রদীপ। দক্ষিণ দিকে এই প্রদীপ থাকবে। প্রদীপে তেল ও তুলো দিয়ে সলতে বানিয়ে এই প্রদীপ জ্বালাতে হবে।

প্রদীপ জ্বালানোর আগে সেটিকে জল রোলি তেল গুড় ফুল নৈবেদ্য দিয়ে পুজো করতে হবে। বাড়িতে আগে থেকেই কোনও প্রদীপ জ্বালিয়ে রেখে যমদীপ বের করবেন না।

এই প্রদীপ যমরাজের উদ্দেশ্যে জ্বালানো হয় তাই যমরাজের কাছে নিষ্ঠাভরে প্রার্থনা করবেন যাতে অকালমৃত্যু বাড়িতে কখনো প্রবেশ না করতে পারে।

অন্যদিকে এদিনই সমুদ্র থেকে অমৃতের কলসী নিয়ে প্রকট হয়েছিলেন ধন্বন্তরী। তাই এই দিনটিকে ধন্বন্তরী জয়ন্তীও বলা হয়। এই দিনে ধন্বন্তরীর পুজো করেন বৈদ্য ও হাকিমরা। অনেকে আজকের দিনটিকে আয়ুর্বেদ দিবস হিসাবে পালন করেন।

debangon chakraborty

Related Articles

Back to top button