জুতো পড়লেই পা থেকে দুর্গন্ধ? বাজারে এল “EASY STEP”

অনেকেই এমন আছেন যারা পা-এর দুর্গন্ধের জন্যে কোথাও যেতে লজ্জাবোধ করেন। অনেক কিছু করেও দুর্গন্ধের হাত থেকে রেহাই পাননি। তাঁদের জন্যে সু-খবর। পা এর দুর্গন্ধ মোচনে এবার বাজারে এল ‘ইজিস্টেপ’ নামে একটি পাউডার। রাজস্থানের জয়পুরের ল্যাডনান কসমেটিক এন্ড কেয়ার নামক কোম্পানিটি রবিবার সোদপুরের একটি ভবনে আনুষ্ঠানিকভাবে পূর্বাঞ্চলে ‘ইজিস্টেপ’ পাউডারের বিপণন শুরু করল। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন সংস্থার ডিরেক্টর যথাক্রমে ব্রিজেশ সাইনি, রমেশ সাইনি, মনোয়র হোসেন এবং সংস্থার মার্কেটিং বিভাগের তরফে অচিন্ত্য পোদ্দার সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিনিধিরা। সংস্থার তরফে বিজেশ সাইনি বলেন, অনেক মানুষেরই শিত-গ্রীষ্ম ও বর্ষা সব ওয়েদারেই মোজা পায়ে থাকলে দুর্গন্ধ বেরোয়। পা-এর এই দুর্গন্ধ প্রতিরোধক বাংলায় প্রথম।এই পাউডার ব্যবহারে ঘাম হবে না। পায়ের তলা শুষ্ক থাকবে। এই পাউডার ব্যবহার করলে ১০-১২ দিন মোজা পরে থাকা যাবে।প্রত্যেকটি প্রোডাক্টের দামও একেবারে নাগালের মধ্যে।এদিন পাউডারের পাশাপাশি কফি ফেস ওয়াশ, কফি সাবান-সহ ২৮টি হারবাল এবং কসমেটিক দ্রব্যেরও বিপণন শুরু করে। সংস্থাকর্তার দাবি , এই মুহূর্তে বাংলার পাঁচটি জেলায় পাওয়া যাবে তাদের প্রডাক্ট। দেশের দশটি রাজ্যে এই পাউডার আগে থেকেই বিপণন শুরু করেছে এবং অনলাইনের মাধ্যমে এগারোটি দেশে পাড়ি জমিয়েছে।