লাইফ স্টাইল
দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের ছয় মাস পরেই শেষ হয়ে যাচ্ছে কার্যকারিতা, আবার আক্রান্ত হতে পারেন কোভিডে, সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

গত বছর থেকে গোটা দেশে শুরু হয়েছিল করোনা ভ্যাকসিন দেওয়া। কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের ডোজ নিয়েছিল মানুষ। এখনো পর্যন্ত দুটি করে ডোজ নেওয়া অধিকাংশ মানুষেরই হয়ে যাচ্ছে। তবে এবার গবেষণায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য।
হায়দ্রাবাদের এ আই জি হসপিটাল এবং এশিয়ান হেলথ ফাউন্ডেশন প্রায় 1636 জন স্বাস্থ্য কর্মীর উপর একটি সমীক্ষা চালিয়ে ছিল।এবার সকলেরই দুটো করে ডোজ ভ্যাক্সিনেশন হয়ে গেছিল।এই সমীক্ষা থেকে জানা গেছে যে এই কয়জনের মধ্যে 30 শতাংশের ভ্যাকসিন এর কার্যকারিতা দ্বিতীয় ডোজ দেওয়ার ছয় মাসের মধ্যেই শেষ হয়ে গেছে। তাদের মধ্যে আবার কোভিড হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
বাকি 70 শতাংশ মানুষের কী হয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে জানা যায়নি তবে এটাই বলা হয়েছে যে এইসব ব্যক্তিদের দ্বিতীয় ডোজ কমপ্লিট হওয়ার নয় মাস পর একটি বুস্টার ডোজ নিতে হবে।