লাইফ স্টাইল

শীতের অস্ত্র আয়ুর্বেদিকই, সর্দি-কাশি-গলা ধরা সারাতে আশ্বাস রাখুন ভেষজের উপরই, কী কী করবেন, জেনে নিন

এখন আবহাওয়া বদলাচ্ছে। ধীরে ধীরে পড়ছে শীত। ইতিমধ্যেই ভোরের দিকে হালকা শীত, শিরশিরানি অনুভূত হচ্ছে। আর সময়টা নানান রোগ-জ্বালা লেগেই থাকে। বিশেষ করে এখন ঘরে ঘরে সর্দি, কাশি, গলা ব্যাথার সমস্যা চাগাড় দেওয়ার সময়। কিন্তু টোটকা ও আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে সহজেই এই জ্বালা থেকে মুক্তি পেতে পারেন আপনিও। নানান ভেষজই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম।

আয়ুর্বেদিক মতে সুস্থ থাকার উপায়ঃ

  • সারাদিন হাঁচি বা সকালে হাঁচি হলে ১ চামচ হলুদের টুকরো ঈষৎ উষ্ণ দুধের সঙ্গে ২-৩ বার খেলে উপশম হয়।
  • সকাল সাতটায় ও সন্ধ্যা নামার আগে বিকাল পাঁচটায় অনু তৈল অথবা দশমূল তৈলের নস্য ২ ফোঁটা করে ২ নাকে নিলে ভাল হয়।
  • ১-২ চামচ হলুদগুঁড়ো ফুটন্ত জলে ফেলে যে বাষ্প তৈরি হবে সেটা নাক-মুখ দিয়ে গ্রহণ বা ইনহেল করলে উপকার। দিনে ৩-৪ বার করা যায়।

কাশি, ঠাণ্ডা লাগা, নাক দিয়ে জল পড়ার সমস্যার সমাধানঃ

  • ৩টি পানপাতার রস বের করে আধ চামচ মধুর সঙ্গে মিশিয়ে ১-২ বার চেটে খেলে ভাল ফল পাওয়া যায়।
  • ৪-৫টি গোলমরিচ ও এক চিমটে হলুদ নিয়ে গোলমরিচের পাতার মধ্যে মুড়ে সকালে খালি পেটে চিবিয়ে খেলে ফলপ্রদ।

সর্দি, কাশি, নাক-কান-গলা বন্ধ হয়ে গেলে কী করবেন?

  • সিকি চামচ আদার রস ও সিকি চামচ রসুনের রস, আধ চামচ তুলসীপাতার রস, ২ চামচ মধু ও এক চিমটি গোলমরিচ ভাল করে মিশিয়ে এক থেকে দেড় চামচ ৩-৪ বার চেটে খেয়ে পরে ঈষৎ উষ্ণ জল পান করলে উপকার পাবেন।
  • হাফ চামচ আদার রস, ১০-১৫টি তুলসীপাতা, ৩-৫টি গোলমরিচ, ৩-৫টি ছোট এলাচ, ৫-১০টি পুদিনা পাতা, হাফ চামচ দারচিনি গুঁড়ো, এক বা দেড় কাপ জলে পরিমাণমতো গুড় ভাল করে মেশান। তারপর চায়ের মতো গরম করে ৩-৪ বার খেলে অ‌্যালার্জি, কাশি, সর্দি-জ্বর, সাইনাস, নাক বন্ধে ভাল কাজ করে।
  • সিকি চামচ হলুদগুঁড়ো ও সিকি চামচ যষ্টিমধু গুঁড়োর সঙ্গে পরিমাণমতো মধু মিশিয়ে বটি তৈরি করে সারাদিনে ৫-৬ বার চুষে খেলে গলা চুলকানি ও কাশিতে ভাল মেলে।
  • যষ্টিমধু জলে ফুটিয়ে গার্গল করলেও উপশম হয়।
  • আয়ুষ ক্বাথ শুকনো তুলসী ৪ ভাগ, দারচিনি ২ ভাগ, শুঁঠ ২, গোলমরিচ ১টি ১৫০ মিলিলিটার জলে ৩-৫ মিনিট চায়ের মতো ফোটান। প্রয়োজনে এর সঙ্গে পরিমাণ মতো গুড়, লেবুর রস অথবা কিসমিস মিশিয়ে ২-৩ বার খেলে সর্বপ্রকার কাশিতে উপশম মেলে।
  • কাশিতে মধু ও লেবুর রস চায়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে।
  • কাশি হলে কাঁচা আমলকী পরিমাণমতো সৈন্ধব লবণের সঙ্গে মিশিয়ে চুষে চুষে খান।
  • আদার রস এক ভাগ, তুলসীপাতার রস এক ভাগ, বাসকপাতার রস ১ ভাগ, মধু ৩ ভাগ মিশিয়ে খেলে কাশিতে উপকার।

Related Articles

Back to top button