ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতিলাইফ স্টাইল

রোজ ২৭ টাকা করে জমালেই পেয়ে যেতে পারেন ৫০ লক্ষ টাকা, করোনা আবহে দুর্দান্ত পলিসি এল‌আইসি’র। জানতে পড়ুন…

বিজ্ঞাপন

করোনা সংকটময় পরিস্থিতিতে এলআইসি নিয়ে এল নতুন টেকটার্ম পলিসি। প্রতিদিন ২৭টাকা করে জমা করলেই পেয়ে যাবেন ৫০ লক্ষ টাকার বীমা কভারেজ। দেশের অর্থনৈতিক পরিস্থিতি যে অর্থনৈতিক সংকটের মুখে পড়তে চলেছে তাতে করে এই ধরনের জীবন বীমা কভারেজ করিয়ে নেওয়াই একমাত্র বুদ্ধিমানের কাজ। কিভাবে করবেন এই পলিসি? নিয়মাবলী জানতে পড়ুন বিস্তারিত-

বিজ্ঞাপন
  • প্রথমে এলআইসির টেকটার্ম পলিসি কিনতে ভারতীয় জীবন বিমা নিগমের অফিশিয়াল ওয়েবসাইট http://www.licindia.in এ যান।
  • তারপর প্রয়োজনীয় তথ্যপ্রদান করুন ৷ সমস্ত তথ্য যাচাই হলে প্রিমিয়ামের টাকা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অ্যামেক্স কার্ড, ইউপিআই, আইএমপিএস বা যে কোনও ই-ওয়ালেটের মাধ্যমে দিতে পারেন৷
  • তবে যদি আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দেন তাহলে অতিরিক্ত চার্জ দিতে হবে। টেক টার্ম পলিসি ১০ বছর থেকে ৪০ বছর পর্যন্ত যাঁদের বয়স তাঁরা করাতে পারবেন ৷ নিজের নিজের সুবিধা মত পলিসি বাছতে পারবেন গ্রাহকেরা ৷
  • টেকটার্মে ম্যাচিউরিটির সর্বাধিক বয়স ৮০ বছর পর্যন্ত নির্ণয় করা হয়েছে৷ পুরুষদের ক্ষেত্রে প্রিমিয়ামের টাকা বেশি ও মহিলাদের ক্ষেত্রে প্রিমিয়ামের টাকা কম এছাড়াও এই পলিসিতে ৩০ বছর বয়সের কোনও ব্যক্তি ৩০ বছরের জন্য ৫০ লক্ষ টাকার পলিসি করলে বার্ষিক প্রিমিয়াম ৯,৯১২ টাকা জিএসটি-সহ দিতে হবে৷ যদি কোনও ব্যক্তি ১ কোটি টাকার কভারেজ নিতে চান সেক্ষেত্রে প্রিমিয়াম সরূপ বার্ষিক ১৭,৪৪৫ টাকা দিতে হবে ৷
  • ডেথ পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে ৫ বছর, ১০ বছর ও ১৫ বছরের বিকল্প ব্যবস্থা পাওয়া যাবে ৷ নমিনিকে টাকা ফেরৎ দেওয়া হবে কিস্তির মাধ্যমে মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক হিসাবে অর্থাৎ পলিসি ধারক যেভাবে নির্ণয় করে যাবেন তার ভিত্তিতেই পাবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading