জন্মদিনের দিন দিল্লি পুলিশের হাতে গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার ফ্লাইং বিস্ট গৌরব তানেজা! রাত কাটাতে হলো নয়ডা জেলে, খবর শুনে মাথায় হাত ভক্তদের

বর্তমানে ইউটিউব করাটা একটা জনপ্রিয় পেশা হয়ে দাঁড়িয়েছে অনেক মানুষের কাছে।। নামিদামি বেসরকারি চাকরি এমনকি সরকারি চাকরি ছেড়ে দিয়ে মানুষ ইউটিউবার হচ্ছে নাম যশ খ্যাতির আশায়। এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা নিজেদের পেশা ছেড়ে দিয়েছেন এবং বর্তমানের সম্পূর্ণ মগ্ন youtube এর কাজে। প্রচুর উপার্জন এবং চূড়ান্ত খ্যাতি দুইই মিলছে। সেই সঙ্গে মানুষ এখন বিনোদনের জন্যেও ইউটিউব খোলে।
এরকমই একজন ইউটিউবার হলেন ফ্লাইং বিস্ট। বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা ৬০ লক্ষ ছাড়িয়েছে। তিনি অনেকদিন ধরেই রয়েছেন ইউটিউবে এবং বলতে গেলে মুম্বাইকার নিখিলের পরে তিনিই একমাত্র পুরুষ ইউটিউবার যিনি ফ্যামিলি ভ্লগ করেন।
তিনি সর্বপ্রথম প্রচারের আলোতে এসেছিলেন তাকে যখন এয়ার এশিয়া অন্যায় ভাবে পাইলটের চাকরি থেকে বরখাস্ত করেছিল সেই নিয়ে একটি ভিডিও বানিয়ে। এরপর ধীরে ধীরে তার স্ত্রী ঋতু রাঠীও পরিচিতি পান ভ্লগিংয়ের মাধ্যমে, তিনিও পেশায় একজন পাইলট। দুজনের দুই কন্যা সন্তান রয়েছে, রাশি অ্যান্ড পিহু। এদের জনপ্রিয়তা অনেক ফিল্মস্টারের থেকেও বেশি।
তবে এবার এই জনপ্রিয়তাই কাল হলো গৌরব তানেজার এবং জন্মদিনের রাতে তাকে যেতে হলো জেলে। সম্প্রতি গৌরবের জন্মদিন উপলক্ষে নয়ডার সেক্টর ৫১ মেট্রো স্টেশনের একটি মেট্রো কোচ বুকিং করেছিলেন তার স্ত্রী ঋতু। কিন্তু তখন সেখানে ছিল ১৪৪ ধারা এবং মেট্রো কোচে এইভাবে জন্মদিন পালন করা যায় না। বন্ধুবান্ধব নিয়ে এসে মেট্রো কোচে হইহল্লা করার জন্য অবশেষে গৌরব তানেজাকে গ্রেফতার করে পুলিশ।
এই খবর প্রকাশ্যে আসতেই হাসিতে ফেটে পড়েছেন নেটে জানি না। তারা বলছেন যে জন্মদিনে বউ এত বড় সারপ্রাইজ দিল? আবার অনেকেই মজা করে বলছেন যে এবার তো জেল থেকে ভ্লগ আসবে। তবে অনেকের মধ্যে এগুলো হয়তো ড্রামা শুধুমাত্র কনটেন্ট এর জন্য এসব করা হচ্ছে। তবে গৌরবকে সত্যিই গ্রেফতার করা হয়েছে ১৪৪ ধারা ভঙ্গ করার জন্য।