দোলের দিন কেমন মেকআপ করবেন? জেনে নিন কিছু টিপস

যারা অফিসে যাবেন তারা ল্যাকমে লাইন টু ফাইভ ম্যাট মুজ লিপস্টিক ব্যবহার করতে পারেন। এটার কথা উল্লেখ করলাম কারণ এটা ঠোঁটে অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হয়। আরও একটা কথা বলে রাখা দরকার। এটাও তাদের জন্য যারা অফিস যান। অফিসে দোল খেলার সময় হঠাৎ করে মুখে রঙ দিয়ে দিলে সেটা ঠোঁটেও লেগে যায় অনেক সময়। তাই এমন লিপস্টিক বেছে নেবেন যাতে ভিটামিন ই অয়েল আছে। এটা আপনার ঠোঁটের সুরক্ষার জন্য ভালো।
আর যারা অফিসে যাবেন তারা ল্যাকমে লাইন টু ফাইভ ম্যাট মুজ লিপস্টিক ব্যবহার করতে পারেন। এটা ঠোঁটে অনেকক্ষণ থাকে। আর এমন লিপস্টিক বেছে নিতে হবে যাতে ভিটামিন ই অয়েল আছে। এটা ঠোঁটের সুরক্ষার জন্য ভালো।
আর একটু বেশি সাহসী হতে চাইলে নির্দ্বিধায় বেছে নিন ব্লাশ রোজ বা স্টার্ক পার্পল শেড। বেছে নিতে পারেন হাল্কা শেডের ব্লাশ। রোজকার ব্লাক আইপেন্সিল ছেড়ে হোলির দিনে বেছে নিতে পারেন রঙিন আইপেন্সিল। আর লিকুইড আইপেন্সিল হলে ব্যবহার করা আরও সহজ হয় ।
লুকটাই যাতে বেশি উগ্র না হয়। সেকথা খেয়াল রেখেই সামান্য একটু ন্যুড আর শিমারি শেড মিশিয়ে আইশ্যাডো হিসেবে ব্যবহার করতে পারেন।
এবার নখের পালা।নখ সাজাতে নেলপালিশ হিসেবে বেছে নিন যে কোনও ফ্লোরাল শেড। চাইলে নেল আর্টও করতে পারেন।