লাইফ স্টাইল

মারুতি সুজুকির নতুন স্কিম! গাড়ির মালিক হবেন গাড়ি না কিনলেও

গাড়ির মালিক হব কিন্তু গাড়িটা না কিনেই? এও কি সম্ভব! হ্যাঁ, এবার এটাও সম্ভব। এই রকম উদ্ভট স্কিম নিয়ে এসে হাজির করেছে মারুতি সুজুকি। ভারতের সবথেকে বড় গাড়ি বিক্রেতা কোম্পানি মারুতি সুজুকি এইরকমই একটি আকর্ষণীয় স্কিন নিয়ে চলে এসেছে তাদের গ্রাহকদের কাছে। আইসক্রিম এর মাধ্যমে গ্রাহকরা গাড়ি কিনবেন না কিন্তু গাড়ির সমস্ত উপকারিতা পরখ এবং অনুভব করতে পারবেন। এই নতুন স্কিম এর নাম দেওয়া হয়েছে সাবস্ক্রাইব স্কিম। এই স্কিমের জন্য মাইলস অটোমেটিক টেকনোলজির সাথে যুক্ত হয়েছে মারুতি সুজুকি। আপাতত এই স্কিমের সার্ভিস হায়দ্রাবাদ এবং পুনেতেই শুরু করা হয়েছে।

তবে এই সাবস্ক্রাইব স্কিমটি হবে কেমন? চলুন একবার দেখে নেওয়া যাক—

এই নতুন সাবস্ক্রাইব স্কিমে গ্রাহকদের গাড়ি কিনতে হবেনা কিন্তু তার সত্ত্বেও গ্রাহকরা গাড়ির সমস্ত সুবিধা উপভোগ করতে পারবেন। নতুন Swift, Dezire, Vitara Brezza, Ertiga, Baleno, Ciaz এবং XL6 গাড়ি ১২ মাস, ১৮ মাস, ২৪ মাস, ৩০ মাস, ৩৬ মাস, ৪২ মাস এবং ৪৮ মাসের জন্য বুক করতে পারবেন গ্রাহকগণ।

উক্ত স্কিমে প্রাপ্ত কিছু সুবিধা-

১. কাস্টমার জিরো ডাউন পেমেন্টে গাড়ি নিতে পারবেন।

২. সম্পূর্ণ গাড়ির মেনটেনেন্স কোম্পানির

৩. ইনসিওরেন্স সিস্টেমের ব্যবস্থা

৪. ২৪ ঘন্টা রোডসাইড সাপোর্ট এর সুবিধা

৫. রিসেলের কোন সমস্যা নেই

যদিও এই সার্ভিস বর্তমানে হায়দ্রাবাদ এবং পুনেতে শুরু করা গেছে। তবে কিছুদিনের মধ্যেই সারা ভারতে এই সাবস্ক্রাইব স্কিম সার্ভিস শুরু হয়ে যাবে এমনটাই জানা যাচ্ছে। এই সার্ভিসের জন্য গ্রাহকদের পুনেতে ১৭,৬০০ টাকা দিতে হবে সাবস্ক্রিপশন ফি-বাবদ। অন্যদিকে, ১৮,৩৫০ টাকা সাবস্ক্রিপশন ফি-বাবদ খরচ হবে হায়দ্রাবাদে। সমস্ত ট্যাক্স এর মধ্যে যোগ করা থাকবে।

মূলত ভারতের যুব সম্প্রদায়ের জন্য এই সাবস্ক্রাইব স্কিমের ব্যবস্থা এমনটাই জানানো হয়েছে মারুতি সুজুকির তরফ থেকে। এসব গ্রাহকরা এক বা দুই বছরের মধ্যে গাড়ি বদলাতে পছন্দ করেন বা কর্ম ক্ষেত্রে শহর পরিবর্তন করতে হয় যেসব গ্রাহকদের তাদের জন্য এই স্কিমের পরিষেবা অত্যন্ত সুবিধাজনক। এবং মানুষরাও বর্তমান যুগে পাবলিক ট্রান্সপোর্ট এর তুলনায় পার্সোনাল ট্রান্সপোর্ট ব্যবহার করতে আগ্রহী, বিজনেস ডাইনামিক এর বদলের কারণে।

সুতরাং আর দেরি কেন? নিজের শহরে এলেই চুটিয়ে এই সাবস্ক্রাইব স্কিমের মজা ওঠান।

প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ

debangon chakraborty

Related Articles

Back to top button